আপু আমারও ফেসবুকে প্রেম ছিল আর অবশেষে তা পূর্ণতা পেয়েছে। আজ আমি খুব খুশি কারণ আমার ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য পেয়েছি বলে। যখন কাউকে মন থেকে ভালোবাসা হয় তখন কোনো না কোনো মাধ্যম তাকে পাওয়া যায়। কিন্তু বর্তমানের প্রেম একদমই অন্য রকম। এক একজন ছেলেমেয়ের চার পাঁচ জন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে। তাইতো তাদের ভালোবাসার পূর্ণতা পায় না। আপনার বন্ধুর জীবনটা সার্থক,যাকে ভালোবেসেছে তাকেই জীবন সঙ্গী হিসেবে সারাজীবনের জন্য পাবে। এমন পূর্ণতা বাস্তবে খুব কম দেখা যায় বরং নাটক সিনেমায়ই মানায়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।