Sort:  
 3 months ago 

আপু, আপনার অংকন দেখে মনে হচ্ছে যেন কোন এক স্বপ্নের লাইব্রেরী এঁকেছেন আপনি। বাস্তবে যারা বই ভালোবাসে তারা তো সাজিয়ে রাখেই তবে যারা বই পড়ে নিয়মিত তাদের আলমারি কিন্তু একেবারেই সাজানো থাকে না। আর লাইব্রেরির প্রমাণ বই থাকলে তো বলে কথা নেই কোথায় যে কি পড়ে থাকে তা বই নিজেও জানেনা। হা হা হা। আপনার আজকের আঁকাটি কিন্তু আমার মন কেড়ে নিল। ভালোবাসা নেবেন অনেক ।

 3 months ago 

আপু আপনার কাছে আমার এ পেইন্টিং এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।