পেইন্টিং || বই দিয়ে সাজানো লাইব্রেরি পেইন্টিং
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ সকাল সকাল আবারও নতুন একটি পেইন্টিং নিয়ে চলে এসেছি। অনেক দিন হয়েছে ব্যস্ততার কারণে পেইন্টিং করা হয়না। তাই গতকাল চিন্তা করলাম একটি পেইন্টিং করে নেই। তখন এই পেইন্টিং এর কাজ শেষ করি। আজকে আমি লাইব্রেরি পেইন্টিং নিয়ে এসেছি। আজকে একদমই ভিন্ন ধরনের একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আমরা বই পড়তে যেমন ভালোবাসি তেমনি বইগুলো ঘরের লাইব্রেরিতে সুন্দর করে গুছিয়ে রাখতেও খুব পছন্দ করি। লাইব্রেরিতে অগোছালো বই দেখতে আমার একদমই ভালো লাগে না। যারা বই ভালোবাসেন তাদের প্রত্যেকের দেখবেন এমন সুন্দর একটি লাইব্রেরির খুব শখ থাকে। যেখানে তারা নিজের মনের মতো বইপত্র দিয়ে সাজিয়ে রাখবে। যারা বেশি সৌখিন মানুষ তারা আবার লাইব্রেরি কে আরও বেশি আর্কষনীয় করে তুলতে বই এর একপাশে ছোট ছোট টব রেখে দেয়।
আমার এই পেইন্টিং এ একটি পরিপূর্ণ লাইব্রেরি কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পেইন্টিং কালার করে শেষ করতে যথেষ্ট সময় লেগেছিল। বিশেষ করে বইগুলো কালার করতে বেশি সময় লেগেছিল। শুধু সময় বললে ভুল হবে অনেক ধৈর্য্যের ও প্রয়োজন ছিল। সম্পূর্ণ পেইন্টিং বিভিন্ন কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই কঠিন। এসব কাজ যত বেশি মনযোগ সহকারে করতে পারবেন ততটাই দেখতে সুন্দর দেখাবে। আমি সবসময় তেমন বেশি সময় পাই না তবে যখন পেইন্টিং করতে বসি তখন সাবধানে করার চেষ্টা করি। একটু রং বাহিরে গেলে সম্পূর্ণ পেইন্টিং নষ্ট হয়ে যায়। যাই হোক আমার আজকের ভিন্ন ধরনের পেইন্টিং কিভাবে করেছি চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. পোস্টার রং
৩. তুলি
৪. পেন্সিল
৫. রাবার
৬. স্কেল
১ম ধাপ
প্রথমে আমি সাদা পেপারের উপর স্কেল ধরে একটি লাইব্রেরি এঁকে নিলাম।
২য় ধাপ
এবার লাইব্রেরির ভিতরে থাকে থাকে সাজিয়ে রাখা বই এঁকে নিয়েছি। বই এর পাশে আবার ছোট ছোট টব এঁকে নিয়েছি।
৩য় ধাপ
এখন লাইব্রেরির দাগ গুলো পোস্টার রং দিয়ে সুন্দর ভাবে কালার করে নিলাম।
৪র্থ ধাপ
এবার বিভিন্ন কালারের পোস্টার রং দিয়ে বই ও ছোট ছোট টব কালার করে নিলাম।
৫ম ধাপ
এরপর লাইব্রেরির ভিতরে সাদা অংশ কালো করে নিলাম। যাতে করে বই গুলো ফুটে উঠে।
৬ষ্ট ধাপ
এবার লাইব্রেরির আশেপাশে সম্পূর্ণ জায়গা কালো রং দিয়ে ভরাট করে নিলাম।
শেষ ধাপ
সবশেষে এবার লাইব্রেরির চারপাশে লতাপাতা ও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবেই শেষ হলো আমার আজকের লাইব্রেরি পেইন্টিং।
ফাইনাল আউটপুট
পেইন্টিং এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার নিচে আমার সাইন দিয়ে দিলাম আর সেই ফাইনাল আউটপুট এর একটি চিত্র এটি।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ক্যামেরা | Vivo Y16 |
চিত্রকর | @tanjima |
লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা "লাইব্রেরি পেইন্টিং" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি তো দেখছি বেশ ভালো পেইন্টিং করেন আপু। বই দিয়ে সাজানো লাইব্রেরির পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আসলে সময় নিয়ে যেকোনো কাজ করলে দেখতে দারুণ লাগে এবং কাজের সার্থকতা খুঁজে পাওয়া যায়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া সময় বেশি নিয়ে কাজ করতে পারলে সেই কাজ সুন্দর হবেই। ধন্যবাদ।
আপু, আপনার অংকন দেখে মনে হচ্ছে যেন কোন এক স্বপ্নের লাইব্রেরী এঁকেছেন আপনি। বাস্তবে যারা বই ভালোবাসে তারা তো সাজিয়ে রাখেই তবে যারা বই পড়ে নিয়মিত তাদের আলমারি কিন্তু একেবারেই সাজানো থাকে না। আর লাইব্রেরির প্রমাণ বই থাকলে তো বলে কথা নেই কোথায় যে কি পড়ে থাকে তা বই নিজেও জানেনা। হা হা হা। আপনার আজকের আঁকাটি কিন্তু আমার মন কেড়ে নিল। ভালোবাসা নেবেন অনেক ।
আপু আপনার কাছে আমার এ পেইন্টিং এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1878661495665623068?t=KW2bhNmlDYHrmBDREqG7Tg&s=19
আজকের পেইন্টিং এর আইডিয়াটি দারুণ ছিল। ্লাইব্রেরীতে বই সাজানোর দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে। যেটা আপনি পেইন্টিং করেছেন অসাধারণ হয়েছে। এই ধরনের কর্মদক্ষতাকে সবসময় সাধুবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাদের কাছে যখন ভালো লাগে তখন নিজের কাছেও ভালো লাগে। ধন্যবাদ।
এককথায় অসাধারণ।
সবথেকে বড় বিষয় একটা ইউনিক কনসেপ্ট নিয়ে ছবিটি এঁকেছেন। আর কালার কম্বিনেশন চোখে পরার মত সুন্দর ছিল।
অনেক চমৎকার একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
আপনার পেইন্টিং এর ফাইনাল স্টেপের ফটোগ্রাফি টি দেখে এটি বাস্তবের একটি লাইব্রেরী। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বই দিয়ে সাজানো লাইব্রেরি পেইন্টিং টি করেছেন। আমার কাছে আপনার এতো সুন্দর একটি পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো।
ফাইনাল ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ওমা এ তো দেখছি দারুন ক্রেয়েটিভ একটি পোস্ট। আপনি তো বেশ সুন্দর করে বই সহ তাক তৈরি করেছেন। আপনার এমন দারুন ক্রেয়েটিভ পোস্ট দেখে তো মাথাটাই ঘুরে গেল। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ, দারুন পেইন্টিং করেছেন আপু। বইগুলো দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যিই লাইব্রেরী। চারিদিকে বিভিন্ন ধরনের পাতা আকার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। খুবই সুন্দর একটি পেইন্টিং আপনি তৈরি করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
এমন একটি লাইব্রেরি আমারো স্বপ্ন। আপনি আপনার স্বপ্নকে তুলির আঁচড়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু। আর আপনার আর্ট অনেক চমৎকার হয়েছে। দেখে মন ভরে যাচ্ছে।ধন্যবাদ আপু সুন্দর লাইব্রেরির চিত্রকর্ম শেয়ার করার জন্য।
আপনারও এমন লাইব্রেরির স্বপ্ন রয়েছে জেনে ভালো লাগলো। এই স্বপ্নটাকে চেপে না রেখে খুব তাড়াতাড়ি পূরণ করে নেন। ধন্যবাদ।
সাধারণভাবে একটা লাইব্রেরীকে রং করে অসাধারণ বানিয়ে দিয়েছেন আপনার জল রং এবং তুলির সাহায্যে। আমি বিশ্বাস করি রং তুলির মাধ্যমে পুরো বিশ্বকে সুন্দর করে ফেলা সম্ভব। আপনার হাতের দক্ষতা আছে বলতে হয়। সহজ স্পষ্ট ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।
ঠিক বলেছেন আপু রং তুলির ছোঁয়ায় সারা বিশ্বকে রঙিন করে তোলা যায়। ধন্যবাদ।