ভাইয়া গত সপ্তাহে আপনি ৩৯০০০+ এস পি পূরন করেছেন আর এই সিজনে ৬০,০০০ স্টিম পূরণ করার টার্গেট নিয়েছেন জেনে খুশি হলাম। আপনার সেই কাঙ্খিত টার্গেট পূরণ করতে আপনি আজ ৫০ স্টিম পাওয়ার আপ করে কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।