৫০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ6 days ago

1000035287.png


হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পাওয়ার আপ মানেই হলো নিজের সক্ষমতা বৃদ্ধি এবং এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অনেকেই প্রতিনিয়ত কিছু কিছু করে নিজের পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করছি। সেই উদ্যোগকে সামনে রেখেই আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।

প্রতি ৭ দিন পর পর পাওয়ার আপ পোস্ট করি। গত সপ্তাহে আমার ৩৯০০০+ এস পি পূরন হয়েছে। এ সিজনে আমার লক্ষ্যমাত্রা হলো ৬০,০০০ স্টিম পাওয়া। আশা করছি প্রতিনিয়ত অল্প অল্প করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে টার্গেট ছাড়া কোন কিছুই এচিভ করা সম্ভব নয়। তাই টার্গেট নিয়ে কোন কিছুতে আগালে সেই টার্গেটে পুরন না হলেও সেই টার্গেটের কাছাকাছি অব্দি যাওয়া যায়, এই বিষয়টা আমি বিশ্বাস করি। আজ ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। ৫০ স্টিম পাওয়ার আপের বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হল।

siam,.png

পূর্বের এস পি৩৯২৫৪
পাওয়ার আপ৫০ এস পি
বর্তমান এস পি৩৯৩০৪

siam,.png

পাওয়ার আপ


  • পাওয়ার আপের আগে ৩৯২৫৪ স্টিম পাওয়ার ছিলো।

1000035747.jpg


  • আরো ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।

1000035749.jpg


  • পাওয়ার আপের পর মোট স্টিম পাওয়ার ৩৯৩০৪ SP

1000035751.jpg


#abb-powerup #targetdecember #welovepowerups


photo_2021-06-30_13-14-56.jpg



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: পাওয়ার আপ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  
 6 days ago 

অনেক বড় লক্ষ্য নিয়ে পাওয়ার বৃদ্ধি শুরু করেছেন। আপনার বড় অ্যামাউন্ট পাওয়ার করতে দেখে ভালো লাগলো। এভাবে যদি পাওয়ার বৃদ্ধির অব্যাহত রাখেন তাহলে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই প্লাটফর্মে পাওয়ারের গুরুত্ব অপরিসীম।

 6 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি আজকে বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আপনার কাঙ্খিত টার্গেটে পৌঁছাতে পারেন এ কামনা করি। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো ভাই। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

ভাইয়া গত সপ্তাহে আপনি ৩৯০০০+ এস পি পূরন করেছেন আর এই সিজনে ৬০,০০০ স্টিম পূরণ করার টার্গেট নিয়েছেন জেনে খুশি হলাম। আপনার সেই কাঙ্খিত টার্গেট পূরণ করতে আপনি আজ ৫০ স্টিম পাওয়ার আপ করে কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 6 days ago 

আপনি এই সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩৯,৩০৪+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ৬০,০০০ এসপি এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 6 days ago 

ভাই আজকে আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আমি আশা করছি আপনি টার্গেট ডিসেম্বর ফাইভে ৬০ হাজারের এসপি পূরণ করতে পারবেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 5 days ago 

একাউন্টের সক্ষমতা আরো অধিক মাত্রায় নিয়ে যেতে পাওয়ার বৃদ্ধি করেছেন আপনি। আপনার লক্ষ্য বেশ অনেক বেশি। তবে এভাবে পাওয়ার বৃদ্ধি করতে পারলে কাউকে তো লোককে পৌঁছানো সম্ভব হবে। আজকের ৫০স্টিম, পূর্ব স্টিম পাওয়ারের সাথে যুক্ত হল। এভাবে পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখলে অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবেন।

 5 days ago 

বাহ্ ভাইয়া আপনি তো দেখছি যে আপনি আগের মতই ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। এমন করে ৫০ স্টিম পাওয়ার আপ করলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আশা করি এমন করেই নিজের ধারাবাহিকতা ধরে রাখবেন। শুভ কামনা রইল।

 5 days ago 

ধারাবাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায়। তাই আপনি পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যান শুভকামনা রইল ভাইয়া।

 2 days ago 

একাউন্টঃ @alsarzilsiam
পাওয়ার বৃদ্ধিঃ = 0.127376%