কোথায় আছিস সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের প্রত্যেকটা মানুষের মনোভাব হতে হবে কোমল। দুই দিনের দুনিয়াতে আমরা যদি একে অপরের সাথে মিল রেখে চলতে না পারি তাহলে কিসের মানুষ হলাম আমরা। তাই উভয়ের ক্ষেত্রে কোমল অনুভূতি জাগ্রত রাখতে হবে। আপনাকে অন্যের সাথে আনন্দ ভালোলাগা ভাগাভাগি করে নিতে হবে। তাহলে সেখানে শান্তি বিরাজমান থাকবে। ভালো লাগলো সুন্দর এই অনুভূতিটা প্রকাশ করেছেন দেখে। একত্রে যেন মিল মহব্বত হয়ে সবাই চলতে পারেন সেই কামনা রইল।
সেটাই ভাই, একসাথে মিলেমিশে থাকার মাঝে বেশ শান্তি রয়েছে।