মাঝেমধ্যে ফুচকা চটপটি অথবা ঝালমুড়ির পার্টি করলে অনেক ভালো লাগে। একটা সময় আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এমন আয়োজন করতাম। এখন আর সেভাবে কেউ গোছানো হয় না। যে যার মত সংসার জীবনে চলে গেছে। তবে খুব মিস করি দিনগুলো। বিশেষ করে আপনারা যখন এমন সুন্দর আয়োজন সামনে নিয়ে আসেন। অনেক ভালো লাগলো আপনাদের এই আনন্দের মুহূর্তটা দেখে।