||জেনারেল রাইটিং||মৃত্যু||

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম

হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


man-4402380_1280.jpg

Source


আলোচনার বিষয়:
মৃত্যু


সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষই চিরদিন বেঁচে থাকতে পারে না। এক কথায় যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা হোক পশুপাখি বা মানুষ যার জীবন আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের সময় থাকতে উচিত মৃত্যু নিয়ে চিন্তা করা। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে আখিরাতে কখনো সুখ পাওয়া যাবে না। তাই মাঝে মাঝে ভাবা উচিত মৃত্যুকে স্মরণ করা উচিত। আমরা যত মৃত্যুকে স্মরণ করব মনের মধ্যে তত ভয় কাজ করবে। আমাদের উচিত সবসময়ই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। এছাড়াও আমরা যে পৃথিবীতে আসছি এবং একদিন আবার পৃথিবী ছেড়ে চলে যাব এগুলা নিয়ে সবসময় যদি ভাবনা চিন্তা করি তাহলে কখনো খারাপ কাজ করতে পারবো না। জীবনে আমাদের উচিত কারো ভালো কাজ না করতে পারলে খারাপ কাজ করো না। কিন্তু এখন আমরা ভালো কাজ তো করি না উল্টা খারাপ কাজ করি। শেষ আছে আমরা মৃত্যুকে তো একদমই ভুলে গেছি। জীবনে আমাদের উচিত প্রতিটা পা ফেলার আগে মৃত্যুকে স্মরণ করা। যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে খারাপ কাজ থেকে তো অবশ্যই দূরে রাখতে পারবো। কারণ যদি একটা খারাপ কাজ করতে গিয়ে ভাবি যদি মারা যাই তখন এর শাস্তি কি রকম হবে। তখন আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে মৃত্যুর পর এই পাপ কাজটা করছি তখন অনেক বড় শাস্তি হতে পারেন। এসব ভাবনা চিন্তা আসার পর সেই পাপ কাজ করার চিন্তা ভুলে যাবে। তাই আমাদের উচিত সবসময় মৃত্যুকে স্মরণ করা এবং পাপ কাজ থেকে দূরে সরে আশা।

একজন সৎ মানুষ সর্বদাই মৃত্যুকে স্মরণ করে। সে সব সময় মৃত্যুকে ভয় পাই। একজন সৎ ব্যক্তি যেমন মানুষের উপকার করে ঠিক তেমনি করে আল্লাহ তার উপকার করে। কথায় আছে আল্লাহর দেওয়া ফুরায় না আর বান্দার দাওয়াতে কুলায় না। তাই আমরা একজন মানুষকে সাহায্য করবো আল্লাহ আমাদের দিবে। আল্লাহর দেওয়া কখনোই কমবে না। তাই আমাদের সর্বদা ভাল কাজ করা উচিত। যত ভাল কাজ করব আল্লাহর কাছে তত ভালো হতে পারব। আমাদের জীবনে প্রতিটা লক্ষ্যে পা দেওয়ার আগে মৃত্যু নিয়ে ভাবা উচিত। শুধু এটা ভাবতে হবে যে মৃত্যুর পরে এটা নিয়ে শাস্তি কত বড় হতে পারে। যখন এসব নিয়ে ভাবনা চিন্তা আসবে তখন কখনোই পাপ কাজ করতে পারবে না। তাই আমাদের উচিত সর্বদা মৃত্যু নিয়ে চিন্তা করা।

কেউই অমর নয় সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় যার প্রাণ আছে তাকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো কেউ আগে মারা যাবে না হয় কেউ দুইদিন পরে মারা যাবে। কিন্তু যার দেহে প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু দুনিয়াতে ভালো থাকলে হবে না দুনিয়ার সুখ মাত্র কিছুদিনের কিন্তু পরকালে গিয়ে সারা জীবন পার করে দিতে হবে সেখানে যদি ভালো থাকতে পারি তবেই জীবন সার্থক। দুনিয়াতে এই অল্প কয়েকদিনের সুখ দিয়ে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যদি ভালো কাজ করে পরকালে গিয়ে সারা জীবন ভালো থাকতে পারে তবে এটা করাই ভালো। তাই আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে পা দেওয়ার আগে মৃত্যুকে স্মরণ করা।


পোস্ট বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
লোকেশনঢাকা সাভার
ব্লগার@sumiya23
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 days ago 

আজকের টাস্ক সম্পূর্ণ

Screenshot_20250318-214253~2.png

Screenshot_20250318-214120~2.png

 3 days ago 

এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু ও আছে। আসলে প্রত্যেকে টি প্রাণী কে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা একদম সত্য।তাই আমাদের সকলের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকা। কেননা একজন মানুষের মৃত্যু যে কোন সময় হতে পারে, তার কোন নির্ধারিত সময় নেই।

 3 days ago 

মৃত্যু অনিবার্য সত্য, যা সবাইকে একদিন স্বীকার করতে হবে। তাই আমাদের উচিত জীবনে সৎ ও ন্যায়ের পথে চলা, ভালো কাজ করা এবং পরকালের প্রস্তুতি নেওয়া। মৃত্যুচিন্তা আমাদের পাপ থেকে বিরত রাখতে পারে ও নৈতিক জীবন গঠনে সহায়তা করে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপু।

 3 days ago 

মৃত্যু নিয়ে আপনি কয়েকটি সত্যি কথাই শেয়ার করেছেন। কিন্তু সারাদিন যদি আমরা সেই মৃত্যু নিয়েই ভাবি তবে সমস্ত কাজ থমকে যাবে যে। মৃত্যু তো আসবেই। সে তো অবশ্যম্ভাবী। তাই জীবনের পথে এগিয়ে যেতে হবে বলেই আমার মনে হয়। জীবনে যে কদিন বেঁচে আছি কর্ম করতেই তো এসেছি। তাই কর্ম করেই যেতে হবে। আপনার পোষ্টটি পড়ে এই কটি কথা শেয়ার করতে ইচ্ছে হলো।

 3 days ago 

আসলে আপু প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই আমাদের সবসময় মৃত্যুকে স্মরণ করা উচিত। শুধু দুনিয়ার সুখের পিছনে ছুটলে আখিরাতে শান্তি পাওয়া যাবে না।আর মৃত্যুর কথা ভাবলে পাপ কাজ থেকে দূরে থাকা সহজ হবে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে মৃত্যুর কথা মনে রাখা জরুরি।ধন্যবাদ আপু বাস্তবসম্মত পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

কঠিন সত্য হলো একদিন মৃত্যুবরণ করতে হবে।জীবন যখন দিয়েছেন আল্লাহ ফিরেও যেতে হবে একদিন।দিন,ক্ষন, সময় নেই যে জানা।তবে ফিরে যেতে হবে যখন মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ভালো মানুষটি হয়ে ফিরে যেতে চাই।এতেই শান্তি হবে পরকালে।