মৃত্যু নিয়ে আপনি কয়েকটি সত্যি কথাই শেয়ার করেছেন। কিন্তু সারাদিন যদি আমরা সেই মৃত্যু নিয়েই ভাবি তবে সমস্ত কাজ থমকে যাবে যে। মৃত্যু তো আসবেই। সে তো অবশ্যম্ভাবী। তাই জীবনের পথে এগিয়ে যেতে হবে বলেই আমার মনে হয়। জীবনে যে কদিন বেঁচে আছি কর্ম করতেই তো এসেছি। তাই কর্ম করেই যেতে হবে। আপনার পোষ্টটি পড়ে এই কটি কথা শেয়ার করতে ইচ্ছে হলো।