জি আপু আপনার লেখাগুলো আমি গভীরভাবে অনুভব করতে পারছি। কারণ আমিও শহরে থাকি আমার ভার্সিটিতে এরকম ভাবে বাসে যাতায়াত করতে হয় কি পরিমান কষ্ট যে হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তো তাও ঈদের ছুটি পেলেন আমি তো এখনো ঈদের ছুটিও পাইনি। বেশ সুন্দর গুছিয়ে কথাগুলো লিখেছেন আপু। অনেক কিছু জানতে পারলাম।