চিন্তামগ্ন
পৃথিবীতে কারো জন্যই কোন কিছু থেমে থাকে না, যারা ভাবে যে কারো জন্য কোন কিছু থেমে থাকে, তারা আসলে বোকার স্বর্গে বাস করে। এই নশ্বর পৃথিবীতে আবেগ-ভালোবাসা-শ্রদ্ধা-ভক্তি সবকিছুই মূল্যহীন। যাদেরকে খুব আপন ভেবে আশেপাশে প্রতিনিয়ত স্বচক্ষে দেখছেন, দিনশেষে তারাও নিজ স্বার্থে অটল।
এদের কাছে আপনার উপস্থিতি যতটা না গুরুত্বপূর্ণ, তারথেকেও বেশি আলোচনার বিষয় হচ্ছে আপনার অনুপস্থিতি। আপনার পিছিয়ে থাকার কারণ কেউ খতিয়ে দেখবে না বরং আপনি ঝরে গেলেই পৈশাচিক আনন্দ যেন তাদেরকে ক্রমাগত ঘিরে ধরবে।
এগিয়ে যাওয়ার নেশা কিংবা অসুস্থ প্রতিযোগিতা,সবাইকে যেন উন্মাদ করে ফেলেছে। সবাই সবটা জানে বোঝে তারপরেও সবাই নির্বাক। স্বার্থ হাসিল যেখানে মূল কথা, সেখানে অন্যকে নিয়ে ভাবার সময় কই। সব মিলিয়ে একদম যা তা অবস্থা।
দিন দিন ভীষণ হতাশ হয়ে যাচ্ছি সবার কার্যক্রম দেখে। তিক্ততায় মন বিষে যাচ্ছে , অসহ্য যন্ত্রণা ক্রমাগত আষ্টেপৃষ্ঠে ধরছে, তারপরেও যেন সবকিছু অপ্রকাশ্য । কেউ যে কিছু আন্দাজ করবে, সান্ত্বনার হাত বাড়াবে, এমনটা ভাবাও অর্থহীন । সবার হাজারো ব্যস্ততার মাঝে, নিজের অবস্থা উপস্থাপন করার সুযোগ কই। আর যদি উপস্থাপন কোনো না কোনোভাবে হয়েও যায়, তা আবার অনেকের কাছে হাস্যকর মনে হয়।
মূল কথা হচ্ছে, এই গোলাকার পৃথিবীতে নিজের গন্তব্য-অবস্থা-যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে, কেউ কারো জন্য কোন কিছুই করবে না বা করেও দিবে না। আর তাছাড়া প্রত্যাশা করা সেটা তো আরো বড় নির্বুদ্ধিতা। সবাই শুধু আপনার দুর্বলতা খুঁজে নেওয়ার চেষ্টায় ব্যস্ত।
এতকিছুর পরেও বিবেক নামে বিষয়টা থেকেই যায়, যা হয়তো এখনো অনেকের ঘুণে ধরেনি। তবে এমন ঘুণ ধরাহীন বিবেক সম্পন্ন মানুষ কজন আছে, সেটাও কিন্তু ভাবার বিষয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান যুগে ঘুণ ধরাহীন বিবেক সম্পন্ন মানুষ খুবই কম রয়েছে ভাই। তাইতো তাদেরকে খুঁজে বের করা খুবই কঠিন। আসলে চারিদিকে স্বার্থপর মানুষের ছড়াছড়ি। তাই কারো কাছে কোনো কিছুর প্রত্যাশা করা মোটেই উচিত নয়। বরং কে কি ভাবলো,সেটা না ভেবে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। এতে করে দিনশেষে নিজেরই মঙ্গল। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
সবার মঙ্গল কামনা করছি , নিজের অবস্থান থেকে।
ভীষণ প্রাসঙ্গিক এবং সত্য একটি বিষয়ে পোস্ট করেছেন ভাই। আসলে কিছুর জন্যই কোন কিছু আটকে থাকে না এ কথা একেবারে সত্য। তাও আমাদেরকে সমস্ত কাজ সময়মতো করে যেতে হয়। এটাই যেন জীবনের সার সত্য। তবু কেউ চলে যাওয়ার পর মানুষ তাকে বেশিদিন মনে রাখে বলে মনে করি না। আসলে সব কিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়।
অমলিন থাকুক সম্পর্ক গুলো, এটাই তো চাওয়া।
জীবনের কঠিন বাস্তবতা আর মানবসম্পর্কের নির্লিপ্ত চিত্র সত্যিই গভীরভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যাশা আর বাস্তবতার মাঝে যে বিশাল ব্যবধান, তা আমাদের প্রতিনিয়ত অনুভব করতে হয়। সত্যি, পৃথিবী কারো জন্য থেমে থাকে না, তাই নিজের শক্তিই একমাত্র ভরসা। তবে এখনো কিছু বিবেকবান মানুষ আছে, যারা নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার সুর বয়ে নিয়ে চলে। ভাইয়া আপনার পোস্টটি পড়ে ভাবনাগুলো গভীর ভাবে ভাবিয়ে তুলছে। ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।
অনেক কিছুই হয়তো আমরা সামনে দেখি, তবে পিছনে কি চলছে, তা কেউ দেখতে পারিনা।
পোস্টটি পড়ে সত্যিই গভীরভাবে ভাবতে বাধ্য হলাম। বর্তমান সমাজে স্বার্থপরতার দৌরাত্ম্য বেড়ে গেলেও এখনো কিছু বিবেকবান মানুষ আছে, যারা নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার আলো ছড়িয়ে যেতে চায়। প্রত্যাশা না রেখে, নিজের লক্ষ্যেই অটল থাকা বুদ্ধিমানের কাজ। জীবন কারো জন্য থেমে থাকে না, তাই নিজের শক্তিকেই ভরসা করে এগিয়ে যেতে হবে। বাস্তবতাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।
সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখি, কি হয় সামনে।