ভীষণ প্রাসঙ্গিক এবং সত্য একটি বিষয়ে পোস্ট করেছেন ভাই। আসলে কিছুর জন্যই কোন কিছু আটকে থাকে না এ কথা একেবারে সত্য। তাও আমাদেরকে সমস্ত কাজ সময়মতো করে যেতে হয়। এটাই যেন জীবনের সার সত্য। তবু কেউ চলে যাওয়ার পর মানুষ তাকে বেশিদিন মনে রাখে বলে মনে করি না। আসলে সব কিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়।
অমলিন থাকুক সম্পর্ক গুলো, এটাই তো চাওয়া।