ফুড পয়জনিং
গতকালকের রিপোর্ট পোস্টটা লিখতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বলা যায় এক প্রকার শারীরিক চাপ নিয়েই কাজটা করেছিলাম। যখন কিছু প্রকাশ হয় তখনই আমরা একজন আরেকজনের সম্পর্কে কিছুটা জানতে পারি, তার আগে কিছুই জানা যায় না।
যদি বলি গতদিন বিছানাতেই শুয়ে থেকে কেটেছে এবং ক্রমাগত শিরায় স্যালাইন চলেছে, তাহলে শুনতে কেমন লাগবে, এখন বিষয়টা একটু মানবিক মনে হচ্ছে এই তো,আসলে এটাই সত্য! বিগত দুই দিন আগে হঠাৎই মাঝরাতের দিকে প্রচুর পরিমাণে বুক জ্বালা শুরু হয় আর সঙ্গে পেট ব্যথা।
এতটাই অস্থির লাগছিল যা বলে বোঝানো যাবে না, নিজেকে স্থির করার চেষ্টা করছিলাম তবে কুলিয়ে উঠতে পারছিলাম না। ক্রমাগত কয়েকবার টয়লেটে যেতে হয়েছিল এবং সঙ্গে প্রচুর বমি হচ্ছিল। পুরো শরীর ঘেমে একদম শেষ,টয়লেটেই মনে হয় নিস্তেজ হয়ে গিয়েছিলাম।
কথা যে বলব এই শক্তিটা পর্যন্ত পাচ্ছিলাম না, অতঃপর কোন রকমে ঘরে এসে শিরায় স্যালাইন দেওয়ার ব্যবস্থা করলাম এবং সকালে মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম।
ডাক্তার বন্ধু, সোজাসাপ্টা জানিয়ে দিল শরীরের প্রতি একটু যত্নশীল হওয়ার জন্য। সময় মত স্যালাইন দিয়েছিস তাই এই যাত্রায় কিছুটা হলেও বিষয়টা সামলে নিতে পেরেছিস, নইলে অবস্থা আরো বেগতিক হতে পারতো। অতঃপর কঠিন উপদেশ দিয়ে তারপর কিছু ওষুধ লিখে দিল।
মূলত গত দুইদিন আগে, বাহিরের খাবার অতিরিক্ত খেয়েছিলাম যার খেসারত দিতে হলো এভাবে। এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছি তেমনটা বলা যাবে না, তবে আগের থেকে অনেকটাই এখন ঠিক আছি। আশা করা যায় দ্রুত পুরোপুরি সবল হয়ে যাব।
ফুড পয়জনিং কিন্তু খুবই সিরিয়াস বিষয়, এক্ষেত্রে কোনভাবেই গাফিলতা করা যাবে না। বাহিরের ভাজাপোড়া কিংবা পচা-বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন, নিজ অভিজ্ঞতা থেকে উপরোক্ত দুটো কথা লিখে দিলাম, ভালো থাকুন সবাই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সুস্থতা কামনা করছি ভাই। সঠিক বলেছেন কারো অসুস্থতার কথা বা মনের কথা অন্য কাউকে না বলা পর্যন্ত বোঝা মুশকিল।ফুড পয়জনিং হওয়া থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত বাসায় আম্মুকে বাসি খাবার না খাওয়ার জন্য কড়াকড়ি ভাবে বলে দিয়েছি। তাছাড়া বাইরের খাবার বাসায় তেমন একটা নিয়ে আসি না যা সম্ভব হয় বাসাতেই তৈরি করে খাওয়ার চেষ্টা করি সবাই মিলে। আশা করি আপনিও বাইরের খাবার খাওয়া ছেড়ে দিবেন ভাইয়া। আবারো আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনার জীবন হোক পুষ্প সজ্জিত, ধন্যবাদ।
আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।
২০১৭ সালে বাহিরের খাবার খেয়ে আমারও এমন হয়েছিল একবার। তারপর তো হসপিটালে ভর্তি হয়ে ২ দিন থাকতে হয়েছিল। ফুড পয়জনিং হলে শরীরের বারোটা বেজে যায়। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো।
এখন অনেকটাই ভালো আছি ভাই, তাই হয়তো যুক্ত হতে পেরেছি আপনাদের সঙ্গে।
এখন সিজিন চেঞ্জের সময় মানে শীত থেকে আবার গরম পড়বে। এই সময় খুব একটা বেশি রিচ খাবার খেলে এমনি শরীর খারাপ করবে সে জায়গায় আপনি তো বাইরের খাবার খেয়েছেন। বাইরের খাবারে অতিরিক্ত তেল ঝাল মসলা আপনার শরীর নিতে পারেনি। দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই কামনাই করব আর কটা দিন খাবারের দিকে একটু নজর রাখলে ভালো হয়। আপনার শরীর খারাপ হলে আপনি একা ভুগবেন তা নয় সাথে পরিবারের বাকিরাও দুশ্চিন্তায় ভুগবে।
আমার অবস্থা দেখে সত্যিই পরিবারের সবাই অনেকটাই ঘাবড়ে গিয়েছিল।
ফুড পয়জনিং হলে শরীর একেবারেওই নিস্তেজ হয়ে যায়। এই অবস্থার জন্য আমিও দু'দিন হাসপাতালে ছিলাম। তাই আপনার অবস্থাটা যে হয়েছিল, তা কিছুটা হলেও অনুমান করতে পারি। সময় মতো স্যালাইন পুশ করায় খারাপ কিছু হওয়া থেকে রক্ষা পেলেন। সাবধানে থাকবেন ভাইয়া। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
আপনার ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম আপু । সবার সুস্থতা কামনা করছি।
এই কারনেই আমি এখন বাহিরের খাবার খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তবে আপনার পোস্ট পড়ে আমার কাছে কিন্তু বেশ কষ্ট লাগলো। বেশ কষ্টের মধ্যেই সময় পাড় করেছেন। আশা করি বেশ তাড়াতাড়ি আপনি সকল প্রকার দখল কাটিয়ে উঠবেন। দোয়া রইল ভাইয়া।
আপনাদের ভালোবাসায়, আপাতত অনেকটাই সুস্থ এখন আপু।
ভাইয়া আপনার শেয়ার করা মেলার পোস্ট ও ভিডিওগ্রাফিটি দেখে তখন ই মনে হয়েছিল আমার এসব মুখরোচক ও ভাজা পোড়া খাবার যতই ভালো দেখতে লাগুক কিন্তু খাওয়া ঠিক নয়।যাক আপনার সুস্থতা কামনা করছি।যত তাড়াতাড়ি সুস্থ হবেন ততই স্বস্তি মিলবে।যেকোনো রোগে ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি স্যালাইন নেয়াতে আল্লাহ কিছুটা হেফাজত করেছেন। আপনার সুস্থতা কামনা করছি।