ভাইয়া আপনার শেয়ার করা মেলার পোস্ট ও ভিডিওগ্রাফিটি দেখে তখন ই মনে হয়েছিল আমার এসব মুখরোচক ও ভাজা পোড়া খাবার যতই ভালো দেখতে লাগুক কিন্তু খাওয়া ঠিক নয়।যাক আপনার সুস্থতা কামনা করছি।যত তাড়াতাড়ি সুস্থ হবেন ততই স্বস্তি মিলবে।যেকোনো রোগে ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি স্যালাইন নেয়াতে আল্লাহ কিছুটা হেফাজত করেছেন। আপনার সুস্থতা কামনা করছি।