আমি কি আসলেই নিজেকে চিনি ?
নিজেকে খুঁজে পেতে তো অর্ধেক জীবন করেছি পার,
তবু কি পেলাম খুঁজে নিজেকে ?
অসাধারণ লিখেছেন দাদা। আসলে আপনার চিন্তাধারাগুলো সবার থেকেই ভিন্ন। তাই আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার এতটা ভালো লাগে। জীবনের অনেকটা সময় পার করে ফেললাম। তবুও নিজেকে চিনতে পারলাম না। আসলে আমরা যদি নিজেকেই না চিনতে পারি তাহলে মনের মানুষের খোঁজ পাওয়া সত্যিই অসম্ভব। আগে নিজেকে চিনতে হবে এরপর নিজের মানুষ মনের মানুষকে খুঁজতে হবে। হয়তো নিজেকে চিনতে চিনতেই জীবনের বাকিটা সময় পার হয়ে যাবে। দাদা আপনার চিন্তাধারা এবং আপনার উপলব্ধি সবকিছুই ভিন্ন রকমের। দারুণভাবে এই কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️