কবিতা "মনের মানুষের খোঁজ"
Copyright-free Image source : Pixabay
কবিতা "মনের মানুষের খোঁজ"
💘
♡ ♥💕❤
আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজি নিজেকে
প্রতিদিন, প্রতিনিয়ত ।
প্রতিচ্ছবি দেখে আমি ভাবি -
এই কি আমি ?
আমি কি আসলেই নিজেকে চিনি ?
নিজেকে খুঁজে পেতে তো অর্ধেক জীবন করেছি পার,
তবু কি পেলাম খুঁজে নিজেকে ?
আমি আসলে কে ? কবে খুঁজে পাবো নিজেকে ?
ভেবেছিলাম মনের মানুষ খুঁজবো ।
কিন্তু, আগে নিজেকেই পেলাম না খুঁজে,
নিজেকেই চিনতে ব্যর্থ আমি ।
মনের মানুষ খুঁজবো কেমনে !
সারাটা জীবনভর মনের মানুষ খুঁজে গেলেন
শাহ ফকির লালন ।
জীবন সায়াহ্নে এসে হঠাৎ উপলব্ধি -
"নিজেকে যদি চিনে উঠতে না পারো
মনের মানুষের খোঁজ মেলে না কখনো ।"
মনের মানুষের খোঁজ ?
পাবো কি এ জীবনে ? মনে তো হয় না ।
অর্ধেক জীবন তো করেছি পার,
বাকি অর্ধেক করেছি উৎসর্গ
পেতে মনের মানুষের খোঁজ ।
♡ ♥💕❤
কি যে বলেন না দাদা আপনিতো নিজেকেই চিনেন আবার মনের মানুষ ও পেয়ে গেলেন। আপনি যে অর্ধেক জীবন মনের মানুষ খুঁজতে কাটিয়ে দেবেন সেটা আপনি আর কাটাতে হবে না হাহাহাহা....। কবিতাটি অনেক চমৎকার ছিল দাদা আমি তো বেশ কয়েকবার আবৃত্তি সুরের পড়ছি আর কবিতার মাঝে হারিয়ে যাচ্ছি, খুবই চমৎকার লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
@tipu curate 10
Upvoted 👌 (Mana: 0/10) Get profit votes with @tipU :)
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
অসাধারণ লিখেছেন দাদা। আসলে আপনার চিন্তাধারাগুলো সবার থেকেই ভিন্ন। তাই আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার এতটা ভালো লাগে। জীবনের অনেকটা সময় পার করে ফেললাম। তবুও নিজেকে চিনতে পারলাম না। আসলে আমরা যদি নিজেকেই না চিনতে পারি তাহলে মনের মানুষের খোঁজ পাওয়া সত্যিই অসম্ভব। আগে নিজেকে চিনতে হবে এরপর নিজের মানুষ মনের মানুষকে খুঁজতে হবে। হয়তো নিজেকে চিনতে চিনতেই জীবনের বাকিটা সময় পার হয়ে যাবে। দাদা আপনার চিন্তাধারা এবং আপনার উপলব্ধি সবকিছুই ভিন্ন রকমের। দারুণভাবে এই কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️
এজন্যই সক্রেটিস বলেছিলেন নো দাইসেলফ। নিজেকে জানার মধ্যে সব রহস্য লুকিয়ে আছে। যদিও কাজটা মোটেই সহজ কিছু নয়। যে নিজেকে চিনতে পারে জগৎসংসারের সবকিছুই তাঁর সামনে উন্মোচিত হয়ে যায়। দারুন একটি কবিতা। সত্যিই ভাল লাগার মত। এরপরেও যদি বলেন আমি ফালতু টাইপের কবি, তাহলে আপনার ভক্তরা সেটা কিছুতেই মেনে নেবে না। 10/10 দিলাম আপনাকে।👍❤️
আপনার মনের মানুষের খোঁজ কবিতাটি অসাধারণ হয়েছে দাদা। আমরা প্রতিনিয়ত নিজেকে আবিস্কার করতে চাই নিজেকে খুঁজতে চাই কিন্তু নিজেকে যদি আবিষ্কার করতে পারি তাহলে আমার মনে হয় সবকিছু জয় করা সম্ভব। কিন্তু আফসোস আমরা কখনই সঠিকভাবে নিজেকে আমি শেষ করতে পারি না। যে আবিষ্কার করতে পারে সেই উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। আমাদের মনের মানুষ সেবায় আমরা সব সময় একজন বন্ধুকে চাই যে বন্ধুর মতো আমাদের সাথে মিশবে। একজন মানুষের খোঁজে আমরা প্রতিনিয়ত পথে চলি। আপনার কবিতাগুলো সবসময় রোমান্টিক ধাঁচের হয়ে থাকে সেই সাথে আপনার মনের আবেগ ও ভালোবাসাগুলো প্রকাশ পায়। এত সুন্দর একটি কবিতা আমাদের মধ্যে রচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ দারুন বেশ দারুন। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না।বেশ সুন্দর। পুরোটা কবিতায় অনেক সুন্দর। তাই আর কপি করলাম না।ধন্যবাদ।
সত্যি কবিতার ছন্দে দারুণভাবে মনের ভেতরের আবেগটা আজ প্রকাশ করেছেন, যদিও কবিরা সবটা সৎভাবে উপস্থাপন করেন না হা হা হা।
সময়ের স্রোতে হারিয়েছি নিজেকে
নিজের মাঝে খুঁজেছি শুধু তোমাকে,
যে আমি এখনো নিজের কাছে অচেনা
সে আমি কিভাবে পাই তোমার দেখা?
আপনি অনেক সুন্দর কবিতা লেখেন আর আপনার লেখা কবিতায় একটু ভিন্ন ধর্মী তা পাওয়া যায়।
দারুন লিখেছেন দাদা। বর্তমান পরিস্থিতি মনের মত একজন মানুষকে খুঁজে পাওয়া বড় দুষ্কর সবাই শুধু অর্থের দিকে ঝুঁকছে। প্রকৃত অর্থেই ভালোবাসবে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। সব মেয়েরাই শুধু সরকারি চাকরি ওয়ালা ছেলে খুঁজে।
সত্যিই দাদা জীবন নামের রেলগাড়িটা অনেক অদ্ভুত। নিজেকে চিনতে পারা টাও খুব কষ্টদায়ক মনে হয়। অনেক সময় আয়নার সামনে দাঁড়ালে আয়না প্রশ্ন করে তুমিই বা কে। তবুও কেন জানি জীবনের প্রতি নিজের প্রতি সময়ের প্রতি প্রশ্ন থেকেই যায়। তবে আপনি এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। যেখানে সত্যিই পুরোটা জীবন একটি ছোট্ট কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটা লাইনে ছিল অনেক মূল্যবান। তবে আমি কয়েকটা লাইন নিলাম।
আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।