আপনার বাগানের আপডেট জানতে পেরে ভালো লাগলো ভাইয়া।ডাটা দিয়ে তৈরি করা রেসিপিটি দেখা হয়েছিল আমার।এখন ডাটার বীজ সংরক্ষণ করবেন পরের বছরের জন্য। এটা বেশ ভালো ই হবে।বীজ আর আলাদা করে কিনতে হবে না।বোম্বাই মরিচ তো আমার খুবই পছন্দ। এবার ঈদে বাড়িতে গেলে আমিও লাগাবো সুন্দর মাটি তুলে রেখে এসেছি।কিন্তু সময় আর পাইনি গাছ আনার।ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।