আপু আপনি আজ পুরনো দিনের একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করে নিলেন।বিয়ের পর পর এই ঘটনাটা রংপুর থাকাকালীন হয়েছিল।আসলে নীচতলা বাসাতে কোন শান্তি পাওয়া যায় না।চোর এসে জানালা দিয়ে খুব সুন্দর ভাবে মোবাইল,মানিব্যাগ নিয়ে গেলো।কাগজ সহ মানিব্যাগ ফেলে টাকা আর মোবাইল নিয়ে উধাও।আপনি এই ঘটনাটা শেয়ার করে সবাইকে সতর্ক ও করে দিলেন যারা নীচতলাতে থাকেন অনেক ধন্যবাদ আপু সেদিনের ঘটনার সেই অনুভূতি গুলো শেয়ার করার জন্য।