ফটোগ্রাফি পোস্ট গুলোতে আপনি বেশীর ভাগ সময়ে নিজের বাগানের ফটোগ্রাফি শেয়ার করেন।আজকে আপনার পালিত মোরগটিকে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি একই সাথে এতো কিছু করেন তা খুব আনন্দ দেয় আমায়।ছেলের চাহনি দেখেছেন? 😎 এটা সত্যি নিজের হাতে লাগানো গাছে ফল কিংবা ফুল ধরলে আনন্দ আর ধরে না।খাওয়ার চাইতেও আনন্দের মাত্রা একটু বেশীই লাগে।চমৎকার ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননায় ব্লগটি ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আমার ছেলে কিন্তু ভীষণ খুশি তার মোরগ দেখে। আমি চেষ্টা করে যাচ্ছি একসাথে অনেক কিছু করার।