আমার তোলা আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast month
:) আমার তোলা আলোকচিত্র :)

Copy of Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20250207_214417_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।

গত কয়েকদিন ধরে আমি দম ফেলার সময় পাচ্ছি না, কারন আমার সেলারি প্রিওড চলছে। আর এই সময়টাতে সর্বোচ্চ ব্যাস্ততা থাকে। গতকাল অফিস থেকে এসে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। যাইহোক আজকে আবারো একটি চমৎকার ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম আপনারা নিশ্চয়ই জানেন শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি। যাইহোক চলুন দেখে নেয়া যাক আজকের ফটোগ্রাফি পোস্টে কোন কোন ছবিগুলো স্থান পাচ্ছে।

IMG20250206122223.jpg

IMG20250206122225.jpg

IMG20250206122218.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমাদের পালিত মোরগ ইয়ানের কবলে 😂
আমরা মোরগটা পালন করছি খুব ছোট্ট থেকে। মাশাআল্লাহ আজ সে অনেক বড় হয়েছে, আমরা প্রতিনিয়ত তার দেখভাল করি একদমই পরিবারের সদস্যের মতো। ইয়ান ছাদে উঠলে তার সাথে এক প্রকার খেলাধুলা শুরু হয়ে যায়। আমি ব্যাপারটা বেশ ইনজয় করি।

IMG20250206141313.jpg

IMG20250206141308.jpg

IMG20250206141252.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

মাশাআল্লাহ, আমার গাছের করলা একদমই মটির কাছাকাছি অবধি ধরেছে। এই ব্যাপারগুলো আমাকে আনন্দ দেয়। খাওয়া বড় ব্যাপার না, আমার গাছে করলা ধরেছে এটাই বড় ব্যাপার।

IMG20250206123156.jpg

IMG20250206123151.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমি জানি এটা সবাই চেনে।
পুঁই ফুল বা ফল। আমি এগুলো ভীষণ পছন্দ করি, যেমন দেখতে তেমনি খেতে 😅 পুইফল ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার।

IMG20250130172123.jpg

IMG20250130172117.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বিষন্ন ফিঙে।
কেন যেন পাখিটাকে খুব বিষন্ন মনে হলো। সন্ধ্যার আগে আগে তার ছবি তোলার চেষ্টা করলাম।

IMG20250127123157.jpg

IMG20250127123120.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

মাছিটা বেশ বড় আকৃতির।
এধরনের মাছি ইদানিং সচরাচর দেখা যাচ্ছে। খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করলাম। সে ভীষণ সাহসী মাছি 😂

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last month 

আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি দারুণ লেগেছে।বিশেষ করে নিজের বাগানের দৃশ্যগুলো শেয়ার করা। আপনার পালিত মোরগের ছবিটিও নজর কাড়লো, ছেলের চাহনিটা তো অসাধারণ। নিজের হাতে লাগানো গাছে ফুল আর ফল ধরলে যে আনন্দ পাওয়া যায়, তা সত্যিই অন্যরকম , খাওয়ার চাইতেও বেশি তৃপ্তিদায়ক। পুইশাকের ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। চমৎকার ফটোগ্রাফির সাথে আপনার বর্ণনাও ছিল অনেক সুন্দর। এমন সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ আপু।
আমার পোস্ট পড়ে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই।
সত্যিই নিজের পালিত কোন কিছু আমাদের অনেক আনন্দ দেয়। তাছাড়াও আমি গাছপালা ভালোবাসি এবং বেশ কিছু গাছ নিজে লাগানোর চেষ্টা করি।

 last month 

ভাইয়া এভাবে বাচ্চাদের হাতে কোলে মুরগি বা অন্য কোন পশুপাখি তুলে দিবেন না। এতে বড় ধরনের এক্সিডেন্ট হয়ে যায় অনেক সময়। আমি এমন ঘটনাও জানি একটি বাচ্চার চোখে ঠোক মেরে চোখ নষ্ট করে দিয়েছিল একটা পাখিতে। যাইহোক বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। চমৎকার অন্য ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি।

 last month 

ধন্যবাদ ভাই সতর্ক করার জন্য।
ভালো থাকবেন।

 last month 

বরাবরের মতো আজকেও আপনি চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। ইমনের কোলে আপনাদের বাড়ীর পালিত মোরগ বেশ চমৎকার লাগছে। বাচ্চার হাঁস মুরগি দেখলে তাদের সাথে খেলতে শুরু করে দেয়। নাকি ফটোগ্রাফি গুলোও চমৎকার লাগলো ভাইয়া। বিস্তারিত বর্ণনা সহকারে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last month 

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

 last month 

ফটোগ্রাফি পোস্ট গুলোতে আপনি বেশীর ভাগ সময়ে নিজের বাগানের ফটোগ্রাফি শেয়ার করেন।আজকে আপনার পালিত মোরগটিকে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি একই সাথে এতো কিছু করেন তা খুব আনন্দ দেয় আমায়।ছেলের চাহনি দেখেছেন? 😎 এটা সত্যি নিজের হাতে লাগানো গাছে ফল কিংবা ফুল ধরলে আনন্দ আর ধরে না।খাওয়ার চাইতেও আনন্দের মাত্রা একটু বেশীই লাগে।চমৎকার ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননায় ব্লগটি ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে শেয়ার করার জন্য।

 last month 

অনেক ধন্যবাদ আপু।
আমার ছেলে কিন্তু ভীষণ খুশি তার মোরগ দেখে। আমি চেষ্টা করে যাচ্ছি একসাথে অনেক কিছু করার।

 last month 

দৈনন্দিন জীবনে যা কিছু দৃশ্য আমরা চারপাশে দেখতে পাই সেগুলো নিয়েই আপনি আজকের ফটোগ্রাফি পোস্ট করেছেন। পুইশাকের ফুল এছাড়াও ছোট ছোট উচ্ছে এই সবকিছুই দেখতে ভীষণ ভালো লাগছে।

 last month 

জি আপু। যা দেখা যায় তাই নিয়ে পোস্ট করলাম।

 last month 

আমি জানি প্রতি শুক্রবার আপনি ফটোগ্রাফি পোস্ট করেন। এবারেও তার ব্যতিক্রম নয়,আপনার তোলা আলোকচিত্র গুলো অসাধারণ হয়েছে। ইয়ানতো মোরগ একদম বশ করে নিয়েছে। ইয়ান নিশ্চয় অনেক যত্ন করেন। করলা আপনার মটির কাছাকাছি অবধি ধরেছে দেখে আমি অবাক হয়েছি। ইউনিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

Screenshot_2025-02-07-23-57-21-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-07-23-39-11-14_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-02-07-23-37-58-95_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last month 

সেলারি প্রিওডে আপনি অনেক ব্যস্ত সময় পার করেন। কারন হচ্ছে এক সাথে সব গুলো অফিসের হেলালি দেওয়া হয়। আপনাদের পালিত মোরক অনেক বড় হয়েছে। ইয়ান বাবু মাঝে মধ্যে খেলা করে জেনে খুশি হলাম। আপনার ফটোগ্রাফি সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last month 

আপনি সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখতে অসাধারণ হয়েছে। আপনার পালিত মোরগটি আসলেই অনেক সুন্দর দেখতে ।ধন্যবাদ শুভকামনা রইল।

 last month 

আমার পালিত মোরগটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।