ফুড পয়জনিং খবুই খারাপ একটা জিনিস।ছোট বাচ্চাদের হলে তো ভয়ের বিষয়।বাবুর সুস্থতা কামনা করছি।ছোটদের অসুস্থতায় খুবই খারাপ লাগে এবং ভয় হয়।আপনি এতো টা খারাপ সময়েও সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনার ফটোগ্রাফি কথা বলে। ফটোগ্রাফি দেখে বোঝা যায় আপনি বিড়াল খুবই ভালোবাসেন এবং বাচ্চারাও পশু ভালোবাসে আর সেজন্য খরগোশ কিনতে চায়।বিড়াল ঠান্ডা পেয়েছে জন্য তার যত্ন নিয়েছেন জেনে ভালো লাগলো। পুঁইশাক ফুল এবং ফুল থেকে ফল গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।