আম পেড়ে খাওয়ার ভালো ও তিক্ত অভিজ্ঞতার কথা গুলো অনেক ভালো লাগলো।আপনার ও ইমন ভাইয়ার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা জানতে পেলাম।আপনি একাই পাকা পাকা আম খেয়ে নিচ্ছেন জন্য রাগ করে গাছে উঠেছে এবং পড়ে গিয়ে হাত ভেঙ্গে গেছে জেনে খারাপ লাগলো।আসলে এগুলোই শৈশব। শৈশবের খারাপ ভালো সব ভালো লাগে।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।