কাসুন্দি দিয়ে কুল মাখা,আম মাখা করলে খুবই সুস্বাদু হয়। আপনি চমৎকার সুন্দর করে কাসুন্দি দিয়ে কুলমাখা করেছেন যা খুবই লোভনীয় হয়েছে। দেখেই তো খেতে মন চাচ্ছে। জিভে জল চলে এসেছে মাখা গুলো দেখে।ধাপে ধাপে সুন্দর করে কুল মাখা রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।