পুলি পিঠা আমার কিরকম পরিমাণের পছন্দের, এটা বলে প্রকাশ করার মতো নয়। আপনার পুলি পিঠা গুলি বানানো দেখে তো মনে হচ্ছিলো সামনে পেলে গপাগপ খেয়ে ফেলতাম হা হা হা । নারিকেল দিলে বানালে আসলেই স্বাদ বেড়ে যায়। খেজুরের পাটালি ,নারিকেল এবং ময়দা দিয়ে মুখরোচক পুলি পিঠা তৈরি করার প্রসেস গুলি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। এরকম মজাদার পুলি পিঠা রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমিও খুব পছন্দ করি