এই যুগে মানুষের রূপ চেনা বড়ই মুশকিল। কিছুক্ষণ আগেই যে মানুষটি আপনার জন্য আপনার হয়ে লড়াই করবে পরক্ষনেই সেই মানুষটি আপনার শত্রুতে পরিণত হবে। আবার কিছু মানুষ অন্য মানুষের ভালো হোক এটা কখনোই চায়না শুধু হিংসায় জর্জরিত থাকে। আপনার লেখা মানুষের রং কবিতাটিতে ঠিক তেমনি কিছু ভাবমূর্তির প্রকাশ ঘটেছে। এরকম বর্তমান সময় সাপেক্ষ কবিতা গুলি পড়তেও ভীষণ ভালো লাগে। দারুন লিখেছেন ভাই।