মানুষের রং। কবিতা নং :- ১৩৮
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে বর্তমান সময়ে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে করে মানুষের প্রতি মানুষের আর বিশ্বাস আসছে না। অর্থাৎ যে মানুষটি কিছুক্ষণ আগে আপনার ভালোর জন্য আপনার পাশে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে সেই মানুষটি আপনার এখন বিপরীতে অবস্থান করছে। এছাড়াও কিছু কিছু মানুষ আছে যারা কিনা সব সময় মানুষকে হিংসা করে এবং অন্য কোন মানুষ যদি জীবনে উন্নতি লাভ করতে চেষ্টা করে তাহলে কিন্তু তারা তাদের পিছনের দিকে টেনে রাখার জন্য সব সময় বিভিন্ন ধরনের ফন্দি খুঁজতে থাকে। অর্থাৎ তারা নিজেরা যেমন জীবনে উন্নতি করতে চায় না ঠিক তেমনি অন্য মানুষেরা যাতে করে জীবনে উন্নতি না করতে পারে এজন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে এই সমাজে।
আসলে এই মানুষগুলো হলো সমাজের সবথেকে বড় শত্রু। কেননা এই মানুষগুলোর জন্য কিন্তু আরও দশটা মানুষ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা সব সময় চেষ্টা করে কি করে মানুষের মনের ভেতর খারাপ জিনিসগুলো প্রবেশ করানো যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করি এবং প্রতিনিয়ত তাদের ক্ষতি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনে কখনো সুখী হতে পারব না। আসলে যে মানুষগুলো কখনো অন্যের উপকার করতে পারে না তারা কখনো নিজেদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এজন্য মানুষের মাঝে থেকে মানুষের সাহায্যে যেমন এগিয়ে আসবো ঠিক তেমনি তারাও আমাদের সাহায্যে সবসময় এগিয়ে আসবে।
কিন্তু এই সমাজটা এখন এতটা খারাপ দিকে এগিয়ে গেছে যে এই খারাপ দিক থেকে এখন সব মানুষগুলোকে ভালোর দিকে নিয়ে আসতে গেলে সবার অনেক বেশি কষ্ট হবে। আর এভাবে যদি আমাদের সমাজ গুলো দিন দিন চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় আমাদের সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজ কাঠামো পুরো ভেঙে যাবে। আর সেই সমাজে কখনো মানুষের সঙ্গে মানুষের কোন ভালোবাসার সম্পর্ক থাকবে না এবং সবাই সবার নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করবে। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ কিন্তু অন্য মানুষের সাহায্য ছাড়া জীবনে কখনো বড় হতে পারে না। এছাড়াও বিভিন্ন ধরনের বিপদে-আপদে মানুষের সাহায্যের অবশ্যই প্রয়োজন। কিন্তু এভাবে মানুষের রং যদি প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তাহলে কিন্তু সমাজে কখনো সুখ-শান্তি ফিরে আসবে না।
✠ মানুষের রং ✠
মানুষের রং দিন দিন পাল্টে যাচ্ছে,
আপন মানুষগুলো পর হচ্ছে।
কাউকে আর আপন ভাবতে পারছিনা,
সবকিছুই যেন এলোমেলো হচ্ছে।
মানুষকে বোঝায় এখন বড় কঠিন,
মন মানসিকতার পরিবর্তন সব সময় হচ্ছে।
আচরণ গুলো সব পরিবর্তিত হয়ে,
পশুর মত আরো হিংস্র হচ্ছে।
যে মানুষ দেখেছি সে মানুষ নেই,
মানুষ এখন বড়ই স্বার্থপর।
মানুষের বিপদে পাশে থাকে না কেহ,
দুঃখের সময়ে সবাই হচ্ছে পর।
মানুষকে ভালোবেসে মানুষের জন্য,
জীবন দিয়েছে মানুষ একসময়।
সেসব কথা এখন অতীত হয়েছে,
স্বার্থ ছাড়া এখন কেউ কারো নয়।
কোথাও তো আর শান্তি পাই না,
সব জায়গায় অশান্তি লেগে আছে।
এমন পৃথিবী তো কখনো চাইনি আমরা,
সবকিছু দিনদিন বদলে যাচ্ছে।
যে মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ,
সে মানুষ হলো এখন নিকৃষ্ট।
মানুষকে আর বিশ্বাস করা যায় না,
গরিব মানুষেরা পায় খুবই কষ্ট।
মানুষের প্রধান শত্রু হল মানুষ,
হিংস্র প্রাণীর কোন ভয় নাই।
হিংস্র প্রাণীর কাছে মানুষের আচরণ,
আরো বেশি অনেক হিংস্র হচ্ছে তাই।
হয়তো পৃথিবীর আবার পরিবর্তন হবে,
সবার মনে ভালোবাসা আসবে ফিরে।
সেদিনের অপেক্ষা করতে করতে,
দিনগুলো যাচ্ছে আমাদের ফুরিয়ে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
এই যুগে মানুষের রূপ চেনা বড়ই মুশকিল। কিছুক্ষণ আগেই যে মানুষটি আপনার জন্য আপনার হয়ে লড়াই করবে পরক্ষনেই সেই মানুষটি আপনার শত্রুতে পরিণত হবে। আবার কিছু মানুষ অন্য মানুষের ভালো হোক এটা কখনোই চায়না শুধু হিংসায় জর্জরিত থাকে। আপনার লেখা মানুষের রং কবিতাটিতে ঠিক তেমনি কিছু ভাবমূর্তির প্রকাশ ঘটেছে। এরকম বর্তমান সময় সাপেক্ষ কবিতা গুলি পড়তেও ভীষণ ভালো লাগে। দারুন লিখেছেন ভাই।
প্রিয় দাদা আপনার লেখা মানুষের রং শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা এই কবিতাটির মধ্যে বর্তমান সময়ের কিছু মানুষের নেতিবাচক আচার-আচরণ এবং মন-মানসিকতার দিকটি দারুন ভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতা এখন যেন দুর্লভ হয়ে যাচ্ছে। এই অনুভূতিগুলো আমাদেরকে সমাজের অবস্থা নিয়ে গভীর চিন্তা করতে বাধ্য করে এবং আত্মমর্যাদা ও নৈতিকতার গুরুত্ব বুঝতে সাহায্য করে। দিন দিন মানুষ যে এলোমেলো হয়ে যাচ্ছে, সেটিই কবিতার মাধ্যমে অনূভূত হয়েছে। আপনার কবিতা পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
কথাটা ঠিক দাদা। সত্যি সৃষ্টির সেরা মানুষ আজ সবচাইতে বেশি নিকৃষ্ট। মানুষের প্রতি বিশ্বাস করা যেন এখন একটা ভুল। যেই ভুলের মাশুল দিতে হয় বাজেভাবে। দারুণ লিখেছেন আপনি কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।