You are viewing a single comment's thread from:
RE: গল্প: একটি বালকের অকাল মৃত্যু
আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে বলতে পারি যদি ঐ ওষুধটি সাধারণ কোনো ভিটামিন হতো তাহলে প্রতিক্রিয়া এত বেশি পরিমাণে হওয়া কথা নয়। খুব বেশি হলে পেটে জ্বালাপোড়া কিংবা পেটের আরও অনেক রকম সমস্যা তৈরি হতো। অন্য কোন পাওয়ারফুল মেডিসিন ছিল ঐ তরলটি। অকালে আরও একটি প্রাণ ঝরে গেল। এটাই প্রার্থনা করছি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো কোনো বাচ্চার সাথে আর না ঘটে। আর বাচ্চাদের দিয়ে এরকম মেডিসিন আনানো থেকে বিরত থাকতে হবে আমাদের।
এই বিষয়ে আমাদের সজাগ হতে হবে