সুপার ওয়াক এর আরো একটি সপ্তাহ পার করে ফেললেন আপনি।হাঁটাহাঁটির এরকম অভ্যাস বজায় থাকলে শরীর মন দুটোই ফ্রেশ থাকবে ভাই।তবে খারাপ লাগলো ঐ বিষয়টার জন্য যে একদিনের আপনি রেকর্ড এর স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলাম আর সেই দিন আপনি অনেক বেশি হাটাহাটি করেছিলেন।যাইহোক সুপার ওয়াক এ গত এক সপ্তাহের হাঁটাহাঁটির রেকর্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।