আমার SuperWalk এর এক সপ্তাহ
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ গত সপ্তাহেই আমাদের কমিউনিটি থেকে এই অ্যাপের কথা বলা হয়েছিল৷ আমি তখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছিলাম৷ তখনই আমি এই অ্যাপ থেকে কাজ করে আসছি৷ আজকে আমি এই অ্যাপে এতদিন ধরে যা কিছু করেছিলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব । আমি মনে করি যে আমাদের কমিউনিটির সকলেই এই অ্যাপ এর মধ্যে কাজ করছেন এবং এর মধ্যে তেমন বেশি কিছু কাজ করতে হয় না৷
শুধু আমরা যদি এদিক সেদিক হাঁটাচলা করি তাহলে এই অ্যাপটি কাজ করতে থাকে৷ একই সাথে এর বিভিন্ন মোডগুলো আমি করেছিলাম এবং এর মধ্যে কিছু গেম ছিল সেগুলো আমি খেলেছিলাম৷ একই সাথে এখানে প্রথম দিনেই আমি অনেক বেশি ভ্রমন করাতে এবং অনেক জায়গায় যাওয়ার কারণে সেখানে অনেক বেশি উঠেছিল৷ এর পরবর্তী দিনগুলোতে সংখ্যা কম থাকার কারণে এখানে অনেক কিছুই কম এসেছে৷ তাই এখানে আমি প্রতিদিন এর কাজের মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব৷ তবে একদিন রাতের বেলা আমি রেকর্ড নিতে পারিনি৷ যার ফলে সেদিন অনেক বেশি রেকর্ড আমি হারিয়ে ফেলেছিলাম৷ ফলে এখানে আমি সেটি দিতে পারিনি। যাই হোক চলুন এই বিষয়টি দেখে আসা যাক।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1880447396897079433?t=7o2JzIRwlxC-vY-CUDfWhg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুপার ওয়াক এর আরো একটি সপ্তাহ পার করে ফেললেন আপনি।হাঁটাহাঁটির এরকম অভ্যাস বজায় থাকলে শরীর মন দুটোই ফ্রেশ থাকবে ভাই।তবে খারাপ লাগলো ঐ বিষয়টার জন্য যে একদিনের আপনি রেকর্ড এর স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলাম আর সেই দিন আপনি অনেক বেশি হাটাহাটি করেছিলেন।যাইহোক সুপার ওয়াক এ গত এক সপ্তাহের হাঁটাহাঁটির রেকর্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি এখান থেকে দেখছি প্রতিদিন বেশ ভালোই আর্নিং করছেন। একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে শারীরিক ব্যায়াম হচ্ছে আর আর্নিং হচ্ছে। Superwalk এপস আমাদের জন্য সত্যিই অনেক দারুন। এক সপ্তাহের একটিভিটিস আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
বাহ্ ভাইয়া আপনি দেখছি Superwalk এপসে মধ্যে এক সপ্তাহের এক্টিভিটিস আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে আপনার এক্টিভিস্টি দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ।