আমার জানা মতে HP victus ল্যাপটপ দারুন একটি ল্যাপটপ। গেমিং ল্যাপটপ বটে। তবে আপনার এত এত কাজের জন্য এই ল্যাপটপটা মনে হচ্ছে পারফেক্ট হবে। এটাও ঠিক চিন্তা করেছেন এতগুলো অফিসিয়ালি কাজ করার জন্য একটি মাত্র ল্যাপটপের মধ্যেই ডাটা রাখাটা মোটেও সেভ ছিল না। তাই আমিও বলছি নতুন ল্যাপটপ কেনাটা আপনার সঠিক সিদ্ধান্ত ছিল।