অবশেষে নতুন ল্যাপটপ কিনা ..

in আমার বাংলা ব্লগ10 hours ago (edited)

আজ- দোসরা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার নতুন ল্যাপটপ নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব।



1000057530.jpg

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন।
বেশ কিছুদিন হলো ঠান্ডা পড়ছে অনেক , যদিও এখনো মাঘ মাসের শীত শুরু হয়নি , তবুও ঠান্ডা অনেক বেশ ভালই পড়ছে । আজকে আমি আপনাদের সাথে আমার নতুন ল্যাপটপ সম্বন্ধে এসো তো শেয়ার করব । সত্যি বলতো আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসেরই ব্যাকআপ প্রয়োজন হয় । আর সেটা যদি দেখতে অনেক জিনিস হয় তাহলে তো কথা হয় নাই অবশ্যই ব্যাকআপ একটি রাখতেই হয় । আমার প্রথম ল্যাপটপ কেনো হয় ২০১৩ সালের দিকে । যদি ওটা আমার নিজের কেনা ছিল না আমার মামার গিফট দেওয়া ছিল । ওই ল্যাপটপটি বেশ নরমাল ছিল যার কারণে খুব বেশিদিন ইউজ করতে পারেনি । দুই কি তিন বছর ইউজ করছিলাম এরপর এতটা স্লো হয়ে গিয়েছে যে, আর কোন কাজই করতে পারেনি । এরপর ২০২২ সালে আবার নতুন আরেকটি , ল্যাপটপ নি ই ওটা বেশ ভালো ছিল । অনেকদিন ই ইউজ করেছে । যদিও ওই যে একটা কথা বললাম অনেকদিন টানা ইউজ করলে ল্যাপটপ অনেক স্লো হয়ে যায় ।

1000057529.jpg

তখন ওই ল্যাপটপকে সারাতে বেশ খানিকটা কষ্ট হয় । যাক ওটা দিয়ে বেশ ভালই কাজ করতেছিলাম , কিন্তু ওই যে বললাম ইলেকট্রনিক জিনিসের একটি ব্যাকআপ মাস্ট রাখতেই হয় , সমস্যা হয়ে গিয়েছিল ওখানে , এরপর একটি নতুন ল্যাপটপ এর কথা মাথায় আসলো , চিন্তা করলাম আমার অফিসিয়াল এত এত কাজ , এত এত সার্ভার আমার দায়িত্বে থাকে । ল্যাপটপে যদি কোন সমস্যা হয় একটিতে তাহলে তো সব শেষ । এই চিন্তা থেকে আসলে আরেকটি ল্যাপটপ নেওয়ার কথা মাথায় এসেছে ।

1000057531.jpg

নতুন ল্যাপটপটি হচ্ছে HP victus । এটা একটা গেমিং সিরিজের ল্যাপটপ । বেশ ভালো গেমিং করা যায় । যদি আমি মূলত এটা নিয়েছি আমার ভারী কাজগুলো করার জন্য , বিশেষ করে প্রোগ্রামিং এর ভাল কাজগুলো যাতে করতে পারি। সত্যি বলতে , এই ল্যাপটপটি আসলে অনেক ভালো একটি ল্যাপটপ । এটাতে আমার এমন কিছু ফিচারস আছে । যেটা এই ল্যাপটপটাকে আসলে আলাদা করেছে । এটাতে বিল্ড ইন ডেডিকেটড গ্রাফিক্স দেওয়া আছে । যদিও এটির এস এসডি , বিল্ডিং ৮ জিবি দেওয়া আছে , তবে আমি এটাকে আরো ১৬ জিবি বাড়িয়ে ২৪ জিবি করেছি । আর আস আস ডি ৫০০ জিবি থেকে বাড়িয়ে ১.৫ টেরাবাইট করেছি। আর গ্রাফিক্স তো আছেই শুরুতেই বললাম ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 10 hours ago 

আরেকটি ল্যাপটপ কিনে খুব ভালো কাজ করেছেন ভাই। কারণ ইলেকট্রনিক ডিভাইসের কোনো ভরসা নেই। যাইহোক ভিকটাস তো এইচপি ব্র্যান্ডের। আর এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ গুলো বেশ ভালো হয়। বেশ ভালো লাগলো ল্যাপটপটা দেখে। আশা করি বেশ ভালো সার্ভিস দিবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 9 hours ago 

আমার জানা মতে HP victus ল্যাপটপ দারুন একটি ল্যাপটপ। গেমিং ল্যাপটপ বটে। তবে আপনার এত এত কাজের জন্য এই ল্যাপটপটা মনে হচ্ছে পারফেক্ট হবে। এটাও ঠিক চিন্তা করেছেন এতগুলো অফিসিয়ালি কাজ করার জন্য একটি মাত্র ল্যাপটপের মধ্যেই ডাটা রাখাটা মোটেও সেভ ছিল না। তাই আমিও বলছি নতুন ল্যাপটপ কেনাটা আপনার সঠিক সিদ্ধান্ত ছিল।

 2 hours ago 

হ্যাঁ ইলেকট্রনিক্স জিনিসের ব্যাকআপ থাকা ভালো। নিজের ভারী কাজগুলো করার জন্য এই ল্যাপটপটি নিয়েছেন। আপনার নতুন ল্যাপটপ HP victus নিয়ে আমাদের সাথে পুরো বিষয়টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 12 minutes ago 

আপনার নতুন ল্যাপটপের কথা শুনে খুবই আনন্দিত হলাম ভাইয়া।HP Victus গেমিং সিরিজের ল্যাপটপটি সত্যিই অসাধারণ, বিশেষ করে প্রোগ্রামিং ও ভারী কাজের জন্য। আরও ১৬GB RAM এবং ১.৫TB SSD অ্যাপগ্রেড করাতে আরো শক্তিশালী হয়েছে।এটা আপনার কাজের জন্য নিশ্চয়ই দারুণ হবে।