আবিরের মত আমাদের বাস্তব সমাজেও এখন অনেক মানুষ রয়েছে। তবে যারা নিজের আবেগের জায়গাকে শক্ত করে ঘুরে দাঁড়াতে শিখেছে কেবলমাত্র তারাই আবিরের মতো ভালো একটি জায়গায় পৌঁছাতে পেরেছে। মা বাবা হারানো আবির এখন শহরের নামকরা কলেজে শিক্ষকতা করছে এর পিছনে জীবনে তার কঠিন একটি সময় অতীত হয়ে গেছে। কিন্তু এত সফলতা পাওয়ার পরেও তার জীবনে না পাওয়ার একটি গ্লানি থেকে গেছে। সত্যি এটি অনেক কষ্টদায়ক।
ঠিক বলেছেন ভাইয়া আবিরের মত আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সফলতার পথে পৌঁছাতে অনেক কষ্ট করে।।কিন্তু দিনশেষে আবার একাকীত্ব তাদের জীবনে নেমে আসে।