You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৮
মানবতা অন্বেষণে পথে পথে ঘুরি
সত্যের জয়গান তিমির রজনীতে খুঁজি।
মনুষ্যত্বের আভা যেখানে হয় পরিস্ফুটিত
সেখানেই নিহিত আছে কিঞ্চিত শান্তি অন্তত।
স্বচ্ছ এ মনে আছে প্রেমের ধারা
প্রকৃতি মাঝে খুঁজে পাই তৃপ্তির ছায়া।
হিংসাবিদ্বেষ ভুলে হই সবাই একটি প্রাণ
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গাই সবাই মনুষ্যত্বের জয়গান।
বাহ দারুন তো ভাই।