আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
মনুষ্যত্বের খোঁজে চলি পথে পথে,
আঁধারে আলো খুঁজি মনের গভীরে।
মানবিকতার আলো যেখানে জ্বলে,
সেখানেই খুঁজে পাই জীবনের মর্মরে।
নির্মল হৃদয়ে ভালবাসার তৃষ্ণা,
সহানুভূতির স্পর্শে মেটাই মনুষ্যত্বের পিপাসা।
ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্র,
মানুষের মাঝে খুঁজি মানবিকতার কেন্দ্র।
লেখক:
লেখক এর অনুভূতি:
মানুষের জীবন ও মানবিকতার সন্ধানে আমরা পথ চলি। হৃদয়ে ভালোবাসা ও সহানুভূতির স্পর্শে মানবিকতা খুঁজি, ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্রে প্রাণ খুঁজি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি মানবতা চাই,পৃথিবীতে
মানবিক হওয়া ছাড়া কোন উপায় নাই।
মানুষ আমি আমার কাছে নাইকো মানবতা,
আমি বলবো মানুষ হিসেবে আমি অযথা।
সাদা মানুষ কালো মানুষ,আছে হরেক মানুষ,
আমার হৃদয় খুঁজে শুধু মানবিক মানুষ।
পৃথিবীতে মানুষ হয়ে যদি থাকতে চাও,
সবার আগে নিজেকে মানবিক বানাও।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
অনু কবিতায় হিসেবে চমৎকার লিখেছেন ভাই।
আমরা মানুষের সন্ধানে বের হই,
নদী কিংবা সাগর পেরিয়ে।
আনন্দের ঝড় যেখানে বয়ে চলে,
সেখানেই সব সুখের হাহাকারে।
শান্ত মনের গভীরে প্রফুল্ল ভালোবাসা,
দিগন্ত বিস্তৃত ছড়িয়ে যাক মানুষের সহমর্মিতা।
জাত-পাত ভুলে মহামানবের জয়গান,
সকলের হৃদয়ে বাজুক পরোপকারিতার তান।
ভ্রাতৃত্বের বাঁধন খুঁজি দিক বেদিক,
মমতার স্পর্শ খুঁজি পরম আত্মীয়তায়।
মানবিকতার আলোকবর্তিকা যেথায় জ্বলে,
প্রান হারায় সুখের পরম আহ্লাদিপনায়।
শুদ্ধ প্রানে বিশুদ্ধতার চর্চা,
সহানুভূতি যেন শত প্রানের স্নিগ্ধতা।
ভালোবাসায় হোক আগামীর শুরু,
নিপাত যাক পশুর মন আর আত্মা।
মানবতা অন্বেষণে পথে পথে ঘুরি
সত্যের জয়গান তিমির রজনীতে খুঁজি।
মনুষ্যত্বের আভা যেখানে হয় পরিস্ফুটিত
সেখানেই নিহিত আছে কিঞ্চিত শান্তি অন্তত।
স্বচ্ছ এ মনে আছে প্রেমের ধারা
প্রকৃতি মাঝে খুঁজে পাই তৃপ্তির ছায়া।
হিংসাবিদ্বেষ ভুলে হই সবাই একটি প্রাণ
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গাই সবাই মনুষ্যত্বের জয়গান।
বাহ দারুন তো ভাই।
মানবতাই জীবনের সুর
তাই গলা থেকে নিরবিচ্ছিন্ন অলঙ্কারকে
সঙ্গীত করে ছড়িয়ে দিই
জীবনের মিছিলে
ভালোবাসার বাউল জাত গেল
গানে মেতে উঠলে
নতুন করে শিখি,
আমাদের জাত আসলে বেঁচে থাকা
ধর্মের নাম আনন্দ।
দারুন হয়েছে দিদি।
মানুষ মানুষের জন্য
মানবতার শান্তি থাক প্রতিটি হৃদয়ে,
আমি তুমি সকলে ভাই
দ্বন্দ্ব বিভেদ চলো ভুলে যাই,
সাদাকালো অন্ধকার আলো
সবই জিবনের জন্য,
তবে কেন আধারের অন্ধকারে
পাই না খুজে আলো,
জীবন তো একটাই
ভেদাভেদ ভুলে সহানুভূতি
ভ্রাতৃতের বাঁধনে চল গড়ি নতুন জীবন।
সত্যের পথে চললে মিথ্যা হয় বিলীন
আলোর মাঝে থাকলে মিথ্যা হয় দূরীভূত।
ভ্রাতৃত্বের বাঁধনে থাকলে সম্পর্ক হয় সুদৃঢ়
মানবিক হৃদয়ের মাঝে পরাজয় হয় অমানবিকতা।
মানবিক হৃদয়ে ভালোবাসার প্রশান্তির আলো
সহানুভূতির ছোঁয়াতে হৃদয়ের মনুষ্যত্বের হাওয়া।
মানুষের জন্য মানবতা ফিরে আসুক
সকালে হৃদয়ে বিশুদ্ধ আত্মা শান্তি ছায়া।