বাংলাদেশে স্টিট ফুড হিসাবে এই খাবারটি বেশ চলছে। তবে সেখানে আস্ত আলু এভাবে কেটে কাঠিতে ডুকিয়ে ডুবো তেলে ভেজে মশলা দিয়ে বিক্রি করে। আর বেশ ক্রিস্পি।এবং খেতেও বেশ মজা। আপনিও বেশ সুন্দরভাবে পটেটো ললিপপটি বানিয়েছেন স্বাস্থ্যকরভাবে কম তেল ব্যবহার করে। দেখে মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছিল। আর খেতেও সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।