আমাদের সংস্কৃতির একটি অংশ মেলা। এখন হারিয়ে যেতে বসেছে। অশ্লীলতা কারণে ও একটি গোষ্টির বিরোধীতার কারণে মেলার প্রধান আকর্ষণ যাত্রাপালা,সার্কাস না থাকায় মেলা গুলো জৌলুস হারিয়েছে। মাস দুয়েক আগে ঢাকায় শিল্পকলা একাডেমির আয়োজনে, ৭ দিন ব্যাপি যাত্রাপালায় হাজার হাজার মানুষের উপস্থিত জানান দেয়, সুস্থ বিনোদনের দর্শক ও জৌলুস আছে। কিন্তু আকাশ সংস্কৃতি সবকিছুকে গ্রাস করে ফেলেছে। সুস্থ পুরোনো বিনোদন গুলো আবার ফিরে আসুক এই কামনা করি। আপনার আজকে মেলা নিয়ে পর্যবেক্ষণটা ভালো লেগেছে।দ্বিমতের সুযোগ নেই। আর্টিকেলটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
সুস্থ বিনোদন আসলেই দরকার আপু। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।