You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮২
নিঃসঙ্গতা একাকী মনে
বসে আছি আনমনে,
চারদিক নীরবতা নিশ্চুপ
ভালোবাসায় ডুবে কষ্টে মাঝে
অনুভূতিও আবেগ শূন্যতায়,
অভিযোগগুলো আকারে ঝরছে
ঝরা ফুলের মত,
তবুও স্মৃতি কথা কয়,
ভালোবাসাগুলো হৃদয়ে রয়।