আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮২


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

সময়ের কাছে হেরে গেছি আমি
নিঃসঙ্গতায় লুকিয়েছি মন,
ভালোবাসার কাছে হেরে গেছি আমি
অন্ধকারে হারিয়েছি জীবন।
স্বার্থের নির্মম চতুরতায় বিব্রত আমি
স্বাচ্ছন্দ্যের বিপুল প্রসন্নতায় বিলাসী তুমি।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

সময় এবং ভালোবাসা দুটোই নিদারুণভাবে জীবনকে পরিবর্তন করে দেয়, কখনো জীবনকে সাজায় আবার কখনো জীবনকে বিষন্নতায় ডুবায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Banner_21_Feb.png

Sort:  
 19 days ago 

ভালোবাসা যেন এক অদ্ভুত অভিনয়,
নিমিষেই যার হয়ে যায় বিনিময়,
ভালোবাসা নয়তো কোনো পুতুল খেলা,
তবুও ভালোবাসা নিয়ে হয় ছলাকলা।

জীবনটা সাজাতে হলে ভেবে নিতে হয়,
সাজানোটা ঠিক হলে জীবন খুশি রয়,
অভিনয়ে কখনো তৃপ্তি মেলে না,
ভালোবাসার আবেশে শান্তি হারায় না।

 19 days ago 

আহা, কবিতা তো নয় যেনো মনের মাধুর্য খুঁজে পেলাম প্রতিটি চরণে। দারুন হয়েছে আপু প্রতিটি লাইন।

 19 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 19 days ago 

আহা। সোজা সাপটা কথাগুলো কী সুন্দর করে কবিতা করে দিয়েছেন। জীবন তো আজকাল এমনই। ভালোবাসা আর কোথায়?

 19 days ago 

সময়ের নির্মমতায় হয়েছি তিক্ত আমি
জীবনভর চলছি একা নেই কোনো সঙ্গী,
ভালোবাসা সে তো কঠিন ছলনা
প্রেমের অনূলে ডুবে হারিয়েছি জীবনের নিশানা।

তুমি তো কঠিন অভিনেত্রী ওগো প্রেয়সী
তোমার অভিনয় দেখে দগ্ধ হয়েছি আমি।
আমি ডুবে আছি কষ্টের আধারে
তা দেখে তুমি সুখ বিলাস করো কেমনে?

 19 days ago 

তীব্র অনুযোগ। অথচ দেখুন সেই প্রেয়সী কী অসম্ভব নির্মম হৃদয়ে দেখে একদা ভালোবাসার মানুষটির একাকীত্ব।

আমি প্রতিনিয়ত এরকম উদাহরণ দেখি৷ মানুষ নিমেষে ভুলে যায় ভালোবাসার সমস্ত যাপন৷

সুন্দর লিখেছেন কবিতাটি।

 19 days ago 

দূরত্বের নিষ্ঠুর হিসাবনিকাশে
বিভ্রান্ত আমি, ব্যস্ত তুমি।
স্বপ্নের রঙিন ফানুস উড়াতে গিয়ে
শূন্যতার গভীরে ডুবেছি আমি।

অভিযোগের ভারে ক্লান্ত হৃদয়
নীরবে সহ্য করে যাবো তবু,
স্মৃতির পাতায় রেখেছি লুকিয়ে
ভালোবাসাহীন তোমার প্রতিচ্ছবি।

 19 days ago 

সময় যত এগিয়েছে সামনে
হেরেছি বারংবার
নতুন করে খুঁজতে গিয়ে আলো
দেখেছি জীবনের সার।

ভালোবাসা আজ বড়ই পলকা
মুঠোয় ভরা বালি
আঁকড়ে ধরতে চেয়েছি যত
হয়েছে হাত খালি।

ব্যথার কথা বলি না আর সবই গেছে সয়ে
জীবন এখন একার পথ, চলব নিজ পায়ে।

 18 days ago 

আমি ব্যর্থ হয়েছি সময়ের নিকট
যেখানে একাকীত্বরা আড়াল করে আমায় বিকট,
ভালোবাসার কাছে আত্মসমর্পণ করেছি আমি
আঁধারে ক্ষয়েছি মনপাখি।
স্বার্থ ঘেরা বড়শির টোপে বন্দি আমি
বিলাসিতায় দিন যাপনে উল্লাসে তুমি।।

 19 days ago 

কোন এক নেশায় আজও মন মাতাল।
কোন এক শীতলা আবাহ আজও অনুভূত হয়।
আজও মাঝে মাঝে নিজেকে হারাতে মন চায়।
মাঝে মাঝে সবার মাঝেও নিজেকে নিঃসঙ্গতায় খুঁজে পাই।

 19 days ago 

সময়ের স্রোতে ভেসে গেছি আমি,
তুমুল একা, নিরব দামি।
ভালোবাসা ছিল এক স্বপ্নঘোর,
আজ অন্ধকারে পথচলা মোর।

স্বার্থের খেলায় ক্ষতবিক্ষত মন,
তুমি হাসো বিলাসী জীবন।
নিঃসঙ্গতার ছায়ায় আমি,
তোমার সুখে রঙিন থামি।

 19 days ago 

নিঃসঙ্গতা একাকী মনে
বসে আছি আনমনে,
চারদিক নীরবতা নিশ্চুপ
ভালোবাসায় ডুবে কষ্টে মাঝে
অনুভূতিও আবেগ শূন্যতায়,
অভিযোগগুলো আকারে ঝরছে
ঝরা ফুলের মত,
তবুও স্মৃতি কথা কয়,
ভালোবাসাগুলো হৃদয়ে রয়।

 19 days ago 

নিঃসঙ্গতায় পেয়েছি কষ্ট
খুঁজতে যাইনি নতুন সঙ্গ
একাকী মনে যাতনা সয়েছি
ব্যথার পাহাড় বুকেতে গড়েছি।
এসেছিলে কাছে অচেনা হলে
ব্যথা নিয়ে বুকে আজ ও আছি বেঁচে।