অসাধারণ এক প্রেরণামূলক লেখা আপনি শেয়ার করেছেন। "জীবন মরণের লড়াই" শব্দটাই যেন আমাদের প্রতিদিনের বাস্তবতা। যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন এক চ্যালেঞ্জ। আপনি খুব সুন্দরভাবে জীবনের কঠিন দিকগুলোর কথা তুলে ধরেছেন, আর সেইসঙ্গে দিয়েছেন সাহসের বার্তা।সত্যিই, জীবন থেমে গেলে সব থেমে যায়, তাই আমাদের সদা সচেতন ও দৃঢ় মনোবলে এগিয়ে চলতে হবে। আপনার লেখা শুধু অনুপ্রেরণামূলক নয়, এটি যেন একটি বাস্তব পাঠ জীবনের জন্য উপযোগী এক শিক্ষা।শুভকামনা রইলো, এমন লেখা আরও পেতে চাই। ধন্যবাদ ভাইয়া।