জীবন মরণের লড়াই।

in আমার বাংলা ব্লগ4 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবন মরণের লড়াই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17514266342744974573145107501299.jpg



সোর্স

আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সবসময় জীবন মরণের সাথে লড়াই করতে হয়। কেননা এই পৃথিবীতে বেঁচে থাকা যেমন অনেকটা কঠিন ঠিক তেমনি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আরো অনেক বেশি কঠিন। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের জীবন মরণের সাথে লড়াই করে বেঁচে থাকতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং একটা সময় আমরা সব সময় পিছিয়ে থাকবো। কেননা আমরা যখন বাইরে বিভিন্ন ধরনের কাজ করতে যাই তখন ঐ কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের বিপদ থাকে। আসলে আমাদের এই বিপদ গুলো উপেক্ষা করে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের এই বিপদ গুলো উপেক্ষা করে না এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের সেই মুহূর্তে আমরা তখন থমকে যাব। আর জীবন যদি একবার আমাদের থমকে দেয় তাহলে কিন্তু আমরা কখনো আর উন্নতির মুখ দেখতে পাবো না। এজন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে করে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কোন কিছু আমাদেরকে কখনো আটকে রাখতে না পারে। আমরা যদি সব সময় সাবধান ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই কোন কিছু আমাদেরকে কখনো আর আটকে রাখতে পারবে না।


শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কেননা চারিপাশে কোন জিনিসটা ঘটছে সেই জিনিসটা সম্পর্কে যদি আমরা না চিন্তা ভাবনা করে সব সময় নিজেদের গন্তব্য স্থানের দিকে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু সেই পথে অনেক ধরনের বিপদ করতে পারবে। আসলে জীবন মরণের লড়াইয়ে যারা জীবনে জয়ী লাভ করতে পারে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে এবং তাদের জীবনে আর কোন ধরনের দুঃখ কষ্ট কখনোই থাকে না। আমাদের পৃথিবীতে এই ধরনের শ্রেণীর লোকের সংখ্যা খুবই কম। কেননা প্রায় অধিকাংশ মানুষের মনে এই ধরনের শক্ত মনোবল কখনো থাকে না এবং তারা সবসময় পিছিয়ে থাকে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে জীবনের সফলতা থেকে আমরা অনেকটা পিছনের দিকে পিছিয়ে থাকবো।আর আমরা যদি পিছনের দিকে পিছিয়ে থাকি তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকবো এবং কেউ আমাদেরকে আর কখনো সেই সমস্যা থেকে উদ্ধার করতে আসবেনা। এজন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে যাতে করে আমরা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কোন যদি বিপদ আসে তাহলে আমরা দূর থেকে সেই বিপদ থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। আর এভাবে অবশ্যই আমরা জীবনের সফলতা অর্জন করতে পারব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder, what a powerful and insightful post! আপনার "জীবন মরণের লড়াই" ("life and death struggle") নিয়ে লেখাটি সত্যিই হৃদয়গ্রাহী। The way you've articulated the daily struggles we face and the importance of resilience is incredibly inspiring. I especially appreciate how you emphasized staying aware and proactive in overcoming challenges.

This is a message that resonates with everyone, no matter their background. Thank you for sharing your thoughts and encouraging us to persevere. I encourage everyone to read @nilaymajumder's post and share your own experiences in the comments! Your perspective could inspire others. Keep creating such impactful content!

 4 days ago 

অসাধারণ এক প্রেরণামূলক লেখা আপনি শেয়ার করেছেন। "জীবন মরণের লড়াই" শব্দটাই যেন আমাদের প্রতিদিনের বাস্তবতা। যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন এক চ্যালেঞ্জ। আপনি খুব সুন্দরভাবে জীবনের কঠিন দিকগুলোর কথা তুলে ধরেছেন, আর সেইসঙ্গে দিয়েছেন সাহসের বার্তা।সত্যিই, জীবন থেমে গেলে সব থেমে যায়, তাই আমাদের সদা সচেতন ও দৃঢ় মনোবলে এগিয়ে চলতে হবে। আপনার লেখা শুধু অনুপ্রেরণামূলক নয়, এটি যেন একটি বাস্তব পাঠ জীবনের জন্য উপযোগী এক শিক্ষা।শুভকামনা রইলো, এমন লেখা আরও পেতে চাই। ধন্যবাদ ভাইয়া।