আপনার বাগানের কাজের অভিজ্ঞতা শুনে অনেক ভালো লাগল। বাড়িতে চাষ করা সবজির জন্য বীজ সংরক্ষণ ও গাছের যত্ন নেওয়া সত্যিই খুব আনন্দের। মরিচের গাছের জন্য আপনার শাশুড়ির কষ্টের ফল নিশ্চয়ই দারুণ হবে, আর রমজান মাসে কাঁচা মরিচের দাম কীভাবে বাড়ে, তা তো সবাই জানে! আশা করি আপনার বাগানে সবকিছু ভালোভাবেই বেড়ে উঠবে। ধন্যবাদ ভাইয়া।