পুরোনো ক্যাম্পাস, প্রিয় জায়গা, পরিচিত রাস্তাগুলোতে ঘুরে বেড়ানোর মাঝে যে মিশ্র অনুভূতি কাজ করে নস্টালজিয়া, আনন্দ, একটু বিষাদ সবটাই দারুণভাবে উঠে এসেছে। মেহেরজান রেস্টুরেন্টের অংশটুকু তো একদম আলাদা আবেগ ছুঁয়ে দিল! স্মৃতির সাথে জায়গাগুলোর এক অদ্ভুত যোগ থাকে, তাই না? সুন্দর এক টুকরো সময় কাটিয়েছ, দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।