নিজেদের ঘরের আঙ্গিনায় সবজি বাগান থাকা মানে বেশ ভালো। বিশেষ করে তাজা সবজিগুলো খাবার সুযোগ হয়। আর ঘরের ক্ষেতের সবজির স্বাদ অনেক বেশি। হয়তো ঘরের আঙ্গিনায় চাষ করা হয় বলে সেখানে রাসায়নিক সারগুলো খুবই কম ইউজ করা হয় সেজন্য। বাজারের সবজি খেতে যেমন তেমন কিন্তু ঘরের আঙিনায় করা সবজির বাগানের শাকসবজি খেতে খুবই মজার হয়। খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন সবজি বাগান দেখে খুব ভালো লেগেছে।