You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩১

in আমার বাংলা ব্লগ4 months ago

তোমার রেশমি কালো চুল,
আর কাজল-কালো ওই চোখ;
আমার কেড়ে নিয়েছে ঘুম,
আমি তোমায় দেখে পাই সুখ।

তোমার মিহি হেঁটে চলা,
আর জলমলে ওই হাসি;
আমায় উদাস করে দেয়,
তাই তোমাকেই ভালোবাসি।