আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
টোলপরা ঐ মুখের হাসি,
আমি খুবই ভালোবাসি।
তাই তো আমি দেখতে থাকি,
তোমার মুখের ঐ মিষ্টি হাসি।
সেই হাসিতে মন আমার,
পাগল হয়ে যায় এক নিমিষে।
ভালোবাসি প্রিয় আমি তোমায়,
মন দিয়ে তাই উজাড় করে।
প্রশ্নকারীঃ@rayhan111
প্রশ্নকারীর অভিমতঃ
ভালোবাসার প্রিয় মানুষের প্রতি ভালোবাসা যে তৈরি হয়।সেটা তৈরি হয় একদম হৃদয় থেকে। যার কারণে প্রিয় মানুষের সকল কিছুই ভালো লাগে, বিশেষ করে তার মুখের হাসি তার টোল পরা ওই গালের দৃশ্য এবং মুখের হাসি গুলো সবচাইতে বেশি ভালো লাগে। তাই মনের ভিতরে প্রিয় মানুষের সেই হাসিটা সবসময়ই হাসতে থাকে, চোখ বন্ধ করলেই সেই প্রিয় মানুষের হাসি উপভোগ করা যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার হাসির মিষ্টি ছোঁয়া,
মনে এনে দেয় আলোর ধারা।
নিরবে চেয়ে থাকি আমি,
তোমায় দেখে পথ হারাই।
তোমার হাসিতে প্রাণ ভরে,
তুমি ছাড়া জীবন অন্ধকারে।
ভালোবাসি তাই বারবার,
তোমায় ছাড়া দিন অসম্পূর্ণ আমার।
টোল পড়া ঐ মুখের কোণ,
হৃদয় ছোঁয়ে যায় ক্ষণ।
তাই তো আমি দেখেই থাকি,
তোমার হাসির মধুর রঙ।
হাসির ঝলক লাগায় আগুন,
মনের মাঝে সৃষ্টি আলো।
ভালোবাসি তোমায় প্রিয়,
মনটা রেখে দিয়েছি ঢালো।
অসাধারণ লিখেছেন আপু
আপ্লুত হলাম। অনেক অনেক শুভকামনা ভাইয়া।
টোল পড়া সেই গালের পাশে আমার সুখের হাট
তোমায় আমি বৃষ্টি ভাবি, জল ভরা পথ ঘাট
ভালোবাসার নীল শহরে তুমিই রাণী সেজে
স্বপ্ন জুড়ে রোজ রাতে তাই আমায় সাজাবে যে।
তোমার হাসি চাইব শুধু নদীর রূপে ভেবে
আমার বুকে ফুল বাছতে তুমিও নজর দেবে
স্পর্শটুকু রঙিন কেবল দুই পাড়ে নির্ভর
তোমার জন্য অপেক্ষাটাই দুকূল ভাঙা ঝড়।
হাসির মাঝে চাঁদের আলো,
তোমার ঠোঁটে মধুর খেলা।
তোমায় দেখে হারাই আমি,
মনটা যেন উড়ে যায় মেলা।
সেই টোল ভরা মুখের হাসি,
মুহূর্তে মন করে উদাসী।
ভালোবাসি, তাই তো চেয়ে থাকি,
তোমার হাসির জ্যোতিতে ঢাকি।
টোল দেখে তুমি যেই বুনলে সুখ
আমিও ছুঁলাম রাতের অসুখ
বনেদিহাটের সূর্য এসে
ভিড় করে মোর নয়ন ঘেঁষে
যেই না পড়ল প্রেমের পলক
তুমিও দেখালে সোহাগ ঝলক।
সেই হাসিতে খুঁজে পাই আমি,
জীবনের সব রঙের খেলা।
তোমার চোখের স্নিগ্ধ আলোয়,
মিশে যায় আমার ব্যাকুল মেলা।
তোমার হাসিতে পাই যে সুর,
মন ছুঁয়ে যায় অন্তর ভিতর।
তাই তো দেখি প্রতিটি ক্ষণে,
তোমার হাসি হয়ে ওঠে মোহের আঁধার।
তোমার রেশমি কালো চুল,
আর কাজল-কালো ওই চোখ;
আমার কেড়ে নিয়েছে ঘুম,
আমি তোমায় দেখে পাই সুখ।
তোমার মিহি হেঁটে চলা,
আর জলমলে ওই হাসি;
আমায় উদাস করে দেয়,
তাই তোমাকেই ভালোবাসি।
হাসিতে যার মুক্ত ঝরে
হৃদয় হয় আকুল,
ভালোবাসি বলেই তো
রং তুলিতে আঁকি
মনের যত স্বপ্ন,
তোমার হাসির মাঝে
আমার হৃদয়ের যত কাব্য।