You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৩
গোধূলি বিকেলের স্নিগ্ধ সূর্যের মতো;
মায়া ভরা কোমল তোমার মুখ,
জ্যোৎস্না রাতের মত রুপালি তোমার হাসি;
দেয় যে আমাকে অনন্তকালের সুখ।
তোমার চুলের মিষ্টি মধুর গন্ধে;
হারিয়ে যাই সাথী এক অজানা ভুবনে,
তোমার ঐ গোলাপি ঠোটের মিষ্টি মধুর হাসি;
করে আমায় মাতোয়ার, তোমায় দেখি শুধু দুই নয়নে।
তোমার মায়াবী প্রেমের অদৃশ্য আকর্ষণ;
ডাকে আমায় দিবানিশি,
মনে হয় ছুটে যাই বাঁধন ছিড়ে বারংবার;
তোমারই কাছে ফিরে আসি।