আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বিকেলের সোনা রাঙ্গা রোদে
তোমার ওই কোমল মুখখানা দেখে
আমি হারিয়ে গিয়েছিলাম অজানা ভুবনে
তোমার ওই ঠোঁটের কোণের মিষ্টি হাসি
আমায় ডাকে দিবানিশি
তাইতো আমি বারবার
তোমার কাছে ফিরে আসি
লেখক
লেখক এর অনুভূতি:
এই কবিতায় প্রিয়জনের কাছে যাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে। প্রিয়জনের কাছে বারবার যাওয়ার ইচ্ছে কথা প্রকাশ পেয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শেষ বিকেলের রোদ্দুরে
তুমি থাকো যদ্দুরে,
দেখে যে পাই সুখ
মায়া ভরা ঐ মুখ।
ঠোঁটের কোণের মিষ্টি হাসি
জাগায় মনে আশা
সারা জীবন পাই যেন গো
তোমার ভালোবাসা।
♥♥
বরাবরের মতোই দারুণ লিখেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া♥♥
যদি পাখি হতাম,
সমস্ত শিকল ছিঁড়ে বেরিয়ে যেতাম ,
তোমাকে পাওয়ার আশায়।
কিন্তু এ যে রূপকথা নয়,
এসব তো শুধু গল্পেই হয়।
বাস্তবে তাই পারিনা ছুঁতে,
একলা কাঁদি বন্ধ দরজাতে।
তোমার চোখের প্রভা, তারার আলোর শোভা
তুমি দূরে চলে গেলে
আমার চোখে জ্বলে নীল নীরব আলো,
তোমার অভাবে অস্থির হৃদয়ে জমে গেছে ধুলো।
তবুও তোমার মাঝে আমার প্রত্যেক শ্বাস
তোমার মাঝেই বেঁচে থাকার আশ্বাস।
পর্বত মালার বনে মেঘের কান্না ঝরে
আমার হৃদয়ে তোমার মধুর কথা ভাসে ।
তুমি আমার জীবনের অপূর্ণ হাসি
দূরে থাকলেও তোমায় ভালোবাসি।
গোধূলি বিকেলের স্নিগ্ধ সূর্যের মতো;
মায়া ভরা কোমল তোমার মুখ,
জ্যোৎস্না রাতের মত রুপালি তোমার হাসি;
দেয় যে আমাকে অনন্তকালের সুখ।
তোমার চুলের মিষ্টি মধুর গন্ধে;
হারিয়ে যাই সাথী এক অজানা ভুবনে,
তোমার ঐ গোলাপি ঠোটের মিষ্টি মধুর হাসি;
করে আমায় মাতোয়ার, তোমায় দেখি শুধু দুই নয়নে।
তোমার মায়াবী প্রেমের অদৃশ্য আকর্ষণ;
ডাকে আমায় দিবানিশি,
মনে হয় ছুটে যাই বাঁধন ছিড়ে বারংবার;
তোমারই কাছে ফিরে আসি।
☘️শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।
☘️চলনা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ি দুজনে
পাতা হাতে লাইনে দাঁড়াই কোন ফুচকার দোকানে ।
☘️বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়
বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর মাঠের চিৎকার ।
বিকেলের স্নিগ্ধ দক্ষিণা হাওয়ায়
তোমার মুখখানি হৃদয়ে ভাসে মায়ায়
আমি কল্পনায় চলে গিয়েছিলাম বহুদূরে
তোমার মায়াবী আঁখির পাগল করা প্রেমে
জলের মাঝে তোমার প্রতিচ্ছবিরা
আমাকে বারবার স্মরণ করায়
কঠিন ভালোবাসার মঞ্জিলা।
ভোরের সূর্যের মত
উদিত হতে যদি আমার জীবনে
কেটে যেত তমসা যত
তোমার আশায় যাই দিন গুনে
তোমায় নিয়ে কত বাসনা মনে
কবে তুমি আমার হবে
সকাল সাঁঝে পাশে রবে
সবেই তোমার দেখা পেয়ে
কাটছে রাতদিন তোমায় ভেবে
দেখা হবে আবার কবে?
আমায় আপন করে নেবে?
দারুণ!
ঝলমলে সেই বিকেল রোদে
তোমার চোখের মায়া দেখে
যায় ভরে যায় বুক,
দেখে যে পাই সুখ।
সেই সুখেরি মোহনায়
হব দুজন দুজনায়,
হারিয়ে যাব অজানায়
নানা রকম ভাবনায়।
হৃদয়মাঝে খেলা কর
তুমি দিবানিশি
মিষ্টি করে বলছি তোমায়
ভীষণ ভালোবাসি।
বেলা শেষে যখন ফিরি বাড়ি
খুঁজি ফিরি শুধু তোমারই মুখখানি।
জানিনা তুমি কোথায় কোন অজানায়
আমার সারাটা দিন সারাটা বেলা
শুধু তোমারই অপেক্ষায়।
আজও তোমার আশায়
ফুল ফোটে পাখি গায়
আমি থাকি নির্জন নিরালায়।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,,,,, তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা..... তুমি প্রিয় আসলে দেবো আমার সব ভালবাসা। ।