You are viewing a single comment's thread from:
RE: কবিতা : ‘হৃদয়ে বর্ষা’ - ফ্যান্টম | আবৃত্তিতে : নির্মাল্য
দাদা তোমার পরিবেশনায় দ্বাদশ তম কবিতা আবৃত্তিটি খুবই সুন্দর হয়েছে। ফ্যান্টম দাদার লেখা কবিতা গুলো যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর তোমার আবৃত্তি করার কন্ঠ।
সেটাই তো দাদা আমাদের সবসময় অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীত মানে হচ্ছে ভুত যার কোন রিয়েল অস্তিত্ব নেই। এটা শুধু মেমরি আর মেমোরিকে আঁকড়ে ধরে বেঁচে থাকা বোকামি। তাই আমাদের এই অতীতকে অতীতের জায়গায় রেখে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই আমার।
ওটা ত্রয়োদশ তম হবে। ভুল করে দ্বাদশ তম বলেছি 😝।
এটাই হলো আসল কথা।
হিহি.. কমেন্ট কারীর কোন দোষ নেই দাদা ! এখানে কনটেন্ট ক্রিয়েটর একটু মিসটেক করে ফেলেছে।