Indian Museum ভ্রমণ -পর্ব ৩৫

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৩৫


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৩৪


শুভ সকাল বন্ধুরা,

আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।

শুরু হয়েছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের শেষ পর্ব গুলি । এই পর্বের সবগুলোতেই থাকছে ভারতীয় প্রাচীন antique বস্তুসমূহের প্রদর্শনী । ইতোমধ্যে দুটি এপিসোডে বেশ কিছু পুরাদ্রব্যের ফোটোগ্রাফি শেয়ার করা হয়েছে । আজকে হলো তৃতীয় পর্ব এন্টিক দ্রব্যের ফোটোগ্রাফির ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি
২. ব্রোঞ্জ নির্মিত শ্রীবিষ্ণুর দন্ডায়মান মূর্তি
৩. সম্পূর্ণ রৌপ্য নির্মিত নটরাজের উদ্দাম নৃত্যরত মূর্তি
৪. কাষ্ঠ নির্মিত এটি একটি হর-পার্বতীর যুগল মূর্তি
৫. পিতল নির্মিত এটি একটি মহালক্ষ্মীর দন্ডায়মান মূর্তি
৬. সম্পূর্ণ হাতির দাঁত কুঁদে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের দুটি মূর্তি
৭. ব্রোঞ্জ নির্মিত সুবিশাল সিদ্ধিদাতা শ্রী গণেশের মূর্তি

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি । মূর্তিটা আকারে ছোট, কিন্তু অসাধারণ সব কারুকাজ করা এর গায়ে । দেখলে আর চোখ ফেরাতেই ইচ্ছে করে না ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জ নির্মিত শ্রীবিষ্ণুর দন্ডায়মান মূর্তি । আকারে বিশাল । মূর্তির মাথার মুকুট অসংখ্য কারুকার্য্যে শোভিত । অসাধারণ এক শিল্প সত্তার প্রকাশ ঘটেছে এই মূর্তির মাধ্যমে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ রৌপ্য নির্মিত নটরাজের উদ্দাম নৃত্যরত মূর্তি । এই নটরাজের মূর্তিটি আকারে বিশাল । মূর্তির দেহের চারিদিকের চক্রটি অসংখ্য কারুকার্য্যে শোভিত । সময়ের স্রোতে রূপা আর ততটা উজ্জ্বল নেই ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাষ্ঠ নির্মিত এটি একটি হর-পার্বতীর যুগল মূর্তি । মূর্তির কারুকার্য মনে বিস্ময় জাগায় । একটি কাঠের গুঁড়ি কেটে টুকরো টুকরো না করে শুধু মাত্র খোঁদাই করে মূর্তিটি নির্মাণ করা হয়েছে । মধ্যযুগীয় মূর্তি এটি । হর-পার্বতীর পায়ের নিচে একটি হস্তী শাবক এবং পিছনে একটি তোরণ । তোরণটির গায়ে অনেক কারুকাজ এবং মাথার উপরে প্রকান্ড একটি সিংহের মুখ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পিতল নির্মিত এটি একটি মহালক্ষ্মীর দন্ডায়মান মূর্তি । মূর্তিটি প্রাচীন যুগের । মূর্তির হাতে রয়েছে একটি অর্ধ-প্রস্ফুটিত পদ্ম । মূর্তির মাথার মুকুট, কর্ণ-কুন্ডল, অলংকার এবং পোশাকে অসাধারণ সূক্ষ্ণ সব কারুকাজ লক্ষ করা যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁত কুঁদে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি । মূর্তিটা আকারে মাঝারি, কিন্তু মূল মূর্তির ঠিক মাথার উপরে অপেক্ষাকৃত ছোট আকারের আরো একটি গণেশের মূর্তি রয়েছে । সেই হিসাবে দুটি মূর্তি বলা যায় । ছবিটি জুম্ করে দেখার অনুরোধ রইলো । অসাধারণ বললেও কম বলা হবে । একটি গোটা হাতির দাঁত না কেটে, না জোড়া দিয়ে শুধুমাত্র কুঁদে কুঁদে মূর্তি দুটি গড়া হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জ নির্মিত এটি একটি সুবিশাল সিদ্ধিদাতা শ্রী গণেশের মূর্তি । মূর্তিটি চতুর্ভূজ । সম্পূর্ণ ডিটেলস ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির গায়ে । আমি অনেক্ষন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মূর্তিটা দেখেছিলাম । সত্যি দারুন দেখতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

দাদা আজকের পর্বের সবগুলো অ্যান্টিক বস্তু দেখতে খুবই সুন্দর। মূর্তিগুলোর কারুকার্য খুবই নিখুঁত এবং মনমুগ্ধকর। বিশেষ করে হাতির দাঁতের তৈরি সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি টি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

 3 years ago 

দাদা যতই আপনার ফটোগ্রাফি গুলো দেখি অসাধারণ লাগে। তবে এবারের ফটোগ্রাফির গুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হাতির দাঁতের তৈরি শ্রীগনেশের মূর্তিটি। ভালো লাগলো সবগুলো ফটোগ্রাফির সাথে জানা অজানা তথ্য জানতে পারলাম।ধন্যবাদ দাদা অসাধারণ ফটোগ্রাফি এবং ভ্রমণ পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

প্রত্যেকটি কারুকার্য এতটাই নিখুঁত ও অপূর্ব যে দেখে চোখ ফেরানোর মতো নয়।যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাওয়ার মতো ।কতটা প্রতিভার অধিকারী হলে এইরকম বুদ্ধি খাটিয়ে তীক্ষ্ণ কাজ করা সম্ভব তা এই শিল্পীদের কাজই প্রমাণ।কতটা ভালো লেগেছে সেটি মুখে বলে শেষ করা যাবে না, অনেক ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

ইন্ডিয়ান মিউজিয়াম এ পর্বগুলো শেষ হচ্ছে দেখে খুব খারাপ লাগছে। যদিও আপনি পরবর্তীতে আমাদের মাঝে আর ও জ্ঞানগর্ভ বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে ইন্ডিয়ান মিউজিয়াম এর পুরোটা জুড়ে ছিল দীর্ঘ জ্ঞান লাভের একটা সুযোগ। যাইহোক আজ আপনি যে অ্যান্টিক ভাস্কর্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছে তার মধ্যে হাতির দাঁত দিয়ে তৈরি ভাস্কর্যগুলো মুগ্ধতা ছড়িয়েছে। কত সুন্দর করে হাতির দাঁত দিয়ে কারুকার্যখচিত গণেশের মূর্তি তৈরি করা হয়েছে ভাবলে অবাক লাগে সে যুগের মানুষ কতটা সৃজনশীল প্রকৃতির ছিল। অলস ভাবে এই সব ভাস্কর্য তারা দিনের-পর-দিন তৈরি করে গেছেন। এছাড়া প্রতিটি ভাস্কর্য ছিল অসাধারণ। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

সম্পূর্ণ হাতির দাঁত কুঁদে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি । মূর্তিটা আকারে মাঝারি, কিন্তু মূল মূর্তির ঠিক মাথার উপরে অপেক্ষাকৃত ছোট আকারের আরো একটি গণেশের মূর্তি রয়েছে । সেই হিসাবে দুটি মূর্তি বলা যায় । ছবিটি জুম্ করে দেখার অনুরোধ রইলো । অসাধারণ বললেও কম বলা হবে । একটি গোটা হাতির দাঁত না কেটে, না জোড়া দিয়ে শুধুমাত্র কুঁদে কুঁদে মূর্তি দুটি গড়া হয়েছে ।

দাদা ছবিটি জুম করে দেখে স্পষ্ট ভারত দেখতে পেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের মূর্তি গুলোর দৃশ্য পটভূমি। অনেক অভিজ্ঞতা লাভ করতে পারছি।

 3 years ago 

দাদা আজকের এই পোষ্টে আমি অনেককিছু মূর্তির নাম ছবি দেখতে পারলাম। দাদা আপনার এই মূর্তির ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। প্রতিটি মূর্তি যেন অনেক সুন্দর করে ডিজাইন করে তৈরি করছে। সত্যি অসাধারণ লাগতেছে দেখতে। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

 3 years ago 

অনেক কিছুই জানতে ও দেখতে পারছি আপনার মাধ্যমে। প্রত্যেকটি মূর্তি কারুকাজ অসাধারণ। বিশেষ করে হাতির দাঁতের তৈরি মূর্তি টি অসাধারন লেগেছে আমার কাছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর করে সবকিছু আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করছেন এজন্য।

 3 years ago 

আপনার মিউজিয়াম ভ্রমনের ফটোগ্রাফি গুলো থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চিত্র সম্পর্কে জানতে পারছি এবং দেখতে পারছি।এগুলো আগে কখুনো দেখা হয়নি যানিনা আদো দেখতে পেতাম কিনা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা সুন্দর করে উপস্থাপন করে আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য।😍😍🥰

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দেখতে দেখতে ৩৫ নাম্বার এপিসোড। আজকের এপিসোড এ অনেক চমৎকার কিছু মূর্তি দেখা হলো। মূর্তিগুলো দেখেই বুঝা যাচ্ছে অনেক পুরোনো মূর্তি। আমার কাছে বেশি ভালো লেগেছে হর-পার্বতীর যুগল মূর্তি। আপনাকে অনেক ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর সুন্দর এপিসোড আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png