You are viewing a single comment's thread from:

RE: Indian Museum ভ্রমণ -পর্ব ৩৫

in আমার বাংলা ব্লগ3 years ago

সম্পূর্ণ হাতির দাঁত কুঁদে তৈরী সিদ্ধিদাতা শ্রীগণেশের মূর্তি । মূর্তিটা আকারে মাঝারি, কিন্তু মূল মূর্তির ঠিক মাথার উপরে অপেক্ষাকৃত ছোট আকারের আরো একটি গণেশের মূর্তি রয়েছে । সেই হিসাবে দুটি মূর্তি বলা যায় । ছবিটি জুম্ করে দেখার অনুরোধ রইলো । অসাধারণ বললেও কম বলা হবে । একটি গোটা হাতির দাঁত না কেটে, না জোড়া দিয়ে শুধুমাত্র কুঁদে কুঁদে মূর্তি দুটি গড়া হয়েছে ।

দাদা ছবিটি জুম করে দেখে স্পষ্ট ভারত দেখতে পেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের মূর্তি গুলোর দৃশ্য পটভূমি। অনেক অভিজ্ঞতা লাভ করতে পারছি।